বলিউডের রহস্য-রোমাঞ্চ ঘরানার ক্লাসিক সিনেমা GUPT (1997)-এর সিক্যুয়েল আসছে, তবে এবার প্লট আর কোনো ফ্যান্টাসি বা অভিজাত পরিবারের প্রেমঘটিত খুনোখুনিতে আটকে নেই। এবার পটভূমি বাংলাদেশ, এবং বিষয়বস্তু—গুপ্ত রাজনীতি। পরিচালক জানিয়েছেন এইবার সিনেমার থ্রিল আসবে ছাত্রাবাসের ঘুঁপচি রুম, মধ্যরাতের চায়ের দোকান, আর সোশ্যাল মিডিয়ার বট অ্যাকাউন্ট থেকে।
আগের সিনেমার হিরো লর্ড ববি দেওল থাকছেন একটি বিশেষ ক্যামিও চরিত্রে। তবে প্রযোজকরা জানিয়েছেন, সিনেমার মূল চরিত্রে রাখা হবে বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীদের। তবে এখানে রয়েছে বিশেষ শর্ত—নাম পরিচয় লুকিয়ে অন্য ছাত্র সংগঠনের ভেতর গুপ্ত রাজনীতিতে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং কয়েকটি বট অ্যাকাউন্ট থাকাও আবশ্যক। পাশাপাশি নগদে পল্টি মারার অভিজ্ঞতা থাকলে আরও ভালো।
সিনেমার কাস্টিং সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত আনন্দ মিছিল’ করতে দেখা গেছে গুপ্ত রাজনীতির পিকাসো হিসেবে খ্যাত একটি ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের। আনন্দে আত্মহারা একজন একজন গুপ্ত মিছিলকারী বলেন, আমরা বহুদিন ধরেই স্ক্রিপ্ট লিখে যাচ্ছিলাম, এখন বলিউড এসে আমাদের গল্প নিয়ে যাচ্ছে—এটা গর্বের। তবে সিনেমার ক্রেডিট সিনেমাও আমাদের নাম যাতে না দেওয়া হয়, আমরা সেখানেও গুপ্ত থাকতে চাই।
সিনেমার পরিচালকরা অবশ্য জানিয়েছেন এখানেই শেষ নয়, বাংলাদেশের প্লট নিয়ে ওনারা এতটাই এক্সাইটেড যে বলিউডের মার্ভেল ইউনিভার্সের মতো একটি সুপার-গুপ্ত ইউনিভার্স তৈরির পরিকল্পনাও করছেন তারা।


