গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর যখন পুরো জেলা রণক্ষেত্রে পরিণত, তখনই বিশ্ব রাজনীতির শান্তির কবুতর ডোনাল্ড ট্রাম্প ভাঙ্গা বাংলায় ঘোষণা দিলেন, হামি গোফালঘঞ্জে শান্তি আনবেই।
হোয়াইট হাউসে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আমি ইরান-ইসরায়েল থামাইছি, ভারত-পাকিস্তান থামাইছি, এখন টার্গেট—গোপালগঞ্জ। আমার লক্ষ্য ক্লিয়ার, ওখানে শান্তি এনে নোবেল প্রাপ্তি নিশ্চিত করা। শান্তি আনার প্রাথমিক স্টেপ হিসেবে আমেরিকায় যার যার ওবস্তান থেকে পলাতক থাকা কিছু নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে জেলেনেস্কির মতো লাইভ গেস্টরুম করিয়ে বড়ভাই হিসেবে বোঝাতে চান ট্রাম্প। পরবর্তী ধাপে তিনি নিজেই একটি ‘ফিল্ড ট্রিপ’ পরিকল্পনা করছেন—গোপালগঞ্জ সফর। তবে তিনি এই সফরে ‘ট্রাম্প’ নয়, নতুন এক পরিচয়ে আসতে চান। তিনি চিন্তা করছেন নিজের নাম পরিবর্তন করে রাখবেন ‘ডোনাল্ড গোপালসিংহ ট্রাম্প’, যাতে করে শান্তির বার্তা আরও 'লোকাল' শোনায়।
এদিকে, বিষয়টি গোপালগঞ্জের মানুষ কিছুটা দ্বিধান্বিত। স্থানীয় এক চা-ওয়ালা জানান, আমরা অনেক কিছু দেখছি, কিন্তু ট্রাম্পরে গোপালগঞ্জে দেখে ফেললে তো জীবনসার্থক। তবে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় এক নেতা ট্রাম্পের আগমন নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে খুব যন্ত্রণায় আছি, এবার জেলা হারানোর বেদনা চাই না। ফ্যাসিবাদের শেষ খুটিটুকু গোপালগঞ্জে থাকতে দেন, আমরা শান্তি চাই না।


