বিয়ের বাজারে বাড়ছে সমন্বয়কদের চাহিদা। জানা গেছে, সমন্বয়কদের বিয়ে করলেই নগদে পাওয়া যাচ্ছে চাকরি। তাও যেন-তেন চাকরি না! ম্যানেজারিয়াল পোস্টে সিক্স ডিজিট স্যালারি। লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতাও। এমন অফার লুফে নিতে সমন্বয়কদের বাড়ির সামনে ছেলেমেয়ে উভয়ের লাইন লক্ষ করা গেছে।
এই লাইন থেকে একজন বলেন, আমি চাকরির জন্য ৩ বছর চেষ্টা করেছি। কোনো লাভ হয় নাই। ব্যাংক কোচিং, বিসিএস কোচিং, বীমা কোচিং, আইইএলটিএস কত কী করলাম! কিন্তু চাকরির মুখ আর দেখলাম না। ভাবতেছি, এত পরিশ্রমের মায়েরে বাপ। একটা সমন্বয়ক ধরে বিয়ে করে ফেললেই তো চাকরি পাওয়া সহজ! সেজন্য এই লাইনে দাঁড়াইলাম।
কিন্তু আপনি যে সমন্বয়কের বাড়ির সামনে দাঁড়িয়েছেন ওনার তো অলরেডি একটা বিয়ে আছে? আমাদের এমন প্রশ্নে এই নারী বলেন, সমন্বয়করা তিন-চারটা বিয়ে ডিজার্ভ করে। আমি ওনার চতুর্থ স্ত্রী হইতেও রাজি আছি।
এক পুরুষ সমন্বয়কের বাড়ির সাথে গিয়ে দেখা যায়, একটা ছেলেও সেখানে দাঁড়িয়ে আছে। পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি। আমরা তার কাছে জানতে চাই, ছেলে হয়ে কেন ছেলে সমন্বয়কের লাইনে? তিনি জানান, বিয়ে করে চাকরিটা নেবেন। সংসার করবেন না। দরকার হলে আলাদা থাকবেন। সিক্স ডিজিটের একটা চাকরির জন্য এটুকু রিস্ক নেয়াই যায়।