চলছে নো নাট নভেম্বর; ব্যবসা নিয়ে চিন্তিত জামশেদ মজুমদার

৭৭২ পঠিত ... ১৭:৫৩, নভেম্বর ০৪, ২০২৪

1

নভেম্বরের মাস এলেই শুরু হয়ে যায় নো নাট নভেম্বর। বাদামের প্রতি মানুষের আসক্তি কমিয়ে আনার জন্য এই মাসে সবাইকে বাদাম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিশ্বব্যাপি। বলা হয়ে থাকে, যারা এই পুরো মাস বাদাম স্পর্শ করবেন না, তারা বিশেষ প্রশংসার যোগ্য। এ কারণে দেশের সব প্রান্তেই বাদাম খাওয়া বন্ধের এক প্রচেষ্টা দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় বিপদে পড়েছেন অনলাইন বাদাম বিক্রেতারা। নভেম্বর মাসের প্রথম দিন থেকেই একটিও অর্ডার পাননি জামশেদ মজুমদারের মতো ব্যবসায়ীরা। জামশেদ, হানি নাট নামে এক বিশেষ বাদাম-মধু মিশ্রণ বিক্রি করে দেশজুড়ে সুনাম কুড়িয়েছিলেন, এখন চিন্তায় দিন কাটাচ্ছেন। তিনি বলেন, এমন তো হওয়ার কথা ছিল না। এই বাদাম-মধু মিশ্রণে এমন কিছু নাই যে নো নাট নভেম্বর পালনে বাদ পড়তে হবে!

নভেম্বরকে সত্যি অভিশাপ মনে করে, জামশেদ মজুমদার নিজেই একা একা বাদাম চিবিয়ে যাচ্ছেন আর জনতাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, একবার খেয়েই দেখুন না, কেমন লাগে! বাদাম খাওয়া তো এমন কিছু গুরুতর অপরাধ না যে এক মাসই বাদ দিতে হবে!

নো নাট নভেম্বরে জমজমাট জামশেদের বাদাম-মধু কম্বোকে বাঁচাতে দেশের বাদাম প্রেমীদের মন জয় করার জন্য এবার তার কৌশল খুঁজে বের করতেই হবে!

 

৭৭২ পঠিত ... ১৭:৫৩, নভেম্বর ০৪, ২০২৪

Top