টেলিভিশন বাদে অন্য যে সব উপায়ে ভারতীয় দর্শকরা ভারতের খেলা দেখতে পারেন

৭৫৯ পঠিত ... ১৪:৫৩, জুন ১৯, ২০১৭

গতকাল পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স টফি ফাইনাল হেরে যাওয়ার ধকল সামলে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা, মাঠেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তাদের হাস্যরসিকতায় মেতে উঠতে দেখা যায়। কিন্তু ভারতে ক্রিকেটীয় উন্মাদনা যেমন, ভারতীয় সমর্থকদের এই ধকল এত সহজে কাটিয়ে ওঠার তো কথা না। ম্যাচের ওপর থাকা সব ক্ষোভ সমর্থকরা উগরে দিয়েছেন টিভির ওপর। ভারতের রাস্তাঘাটে ভাঙা টিভি পড়ে থাকতে দেখা গেছে। টিভিতে ভারতকে এভাবে হারতে দেখাটা নিতে পারেন নি তারা। সুতরাং বলা যেতেই পারে, ভবিষ্যতে টিভিতে ভারতের খেলা দেখাটা বেশ 'রিস্কি'ই হয়ে যায় ভারতীয় সমর্থকদের জন্য। ভাংচুর এড়াতে টিভি বাদে তারা আরও কী সব উপায়ে খেলা দেখতে পারেন, তা ভাবার চেষ্টা করেছে eআরকি।  

ছবি : Bombay Times

১. ফেসবুক লাইভে

খেলা দেখার জন্যে ফেসবুক লাইভ ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে। কারন টিভিতে কোনো কমেন্ট অপশন না থাকলেও ফেসবুক লাইভে একটি কমেন্ট সেকশন থাকে, যেখানে ইচ্ছামত রাগ ঝাড়া সহ প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে তর্ক বিতর্ক গালিগালাজ সবকিছুই করার সুযোগ থাকে। সুতরাং প্রেশারটা মনে হয় না হার্ডওয়্যারের ওপর খুব বেশি পড়বে।

২. বিভিন্ন টিভি শো রুম

নিজের টিভিতে খেলা না দেখে বিভিন্ন টিভি শো রুমের সামনে দাঁড়িয়ে পড়ে অর্থাৎ বাংলা সিস্টেমে খেলা দেখতে পারেন। তবে শো রুম কর্তৃপক্ষের দোকানের কাঁচের ইনস্যুরেন্স করিয়ে রেখেছেন কিনা, সেটা অবশ্য ভাবনার বিষয়!

৩. রেডিও

রেডিও-তে খেলা শুনে নিজের মনে মনে খেলার অবস্থা কল্পনা করে নিতে পারেন। তাতে টিভি ভাঙ্গার চান্স নেই, আর রেডিও শুনতে যদি নকিয়া ফোন ব্যবহার করেন তাহলে আছাড় দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না।

৪. মাঠে বসে খেলা দেখা

একটু পয়সাওয়ালারা খেলা দেখতে সোজা মাঠে চলে যেতে পারেন। তাছাড়া ভারত যেহেতু নিজেদের মাঠের খেলাগুলোতে তেমন হারে না (বা হারার সম্ভাবনা আছে এমন পিচ তৈরি করে না!), তাই মাঠে রাগ ওঠার সম্ভাবনাও কম, চেয়ার টেয়ার ভেঙে ফেলার সম্ভাবনাও কম।

৫. ইএসপিএন ক্রিকইনফোতে খেলার আপডেট নেয়া

সরাসরি টিভিতে খেলা না দেখে ক্রিকবাজ, ক্রিকইনফো এসব সাইটে বল বাই বল কমেন্ট্রি পড়ে খেলার একটা রূপরেখা দাঁড় করিয়ে নিতে পারেন। ব্যস্ততার জীবনে এভাবে খেলা দেখাটা সময় যেমন বাঁচাবে, টিভিও বাঁচাবে!

ছবি : Bombay Times

৬. ক্রিকেটারের বাসায় খেলা দেখুন

খেলাটা সোজা যদি ক্রিকেটারের বাসায় গিয়েই দেখেন, তাহলে ভারত খারাপ খেললে এমনিতেও তো ভারতীয়রা ক্রিকেটারদের ঘরবাড়ি ভাঙেনই, সোজা তাই করতে পারেন। এতে ঘরবাড়ি গেলেও, টিভিটা অন্তত বাঁচবে!

৭. ইএসপিএন স্টার স্পোর্টস খুলে রাখুন

খেলা যেই চ্যানেলেই হোক, ইএসপিএন বা স্টার স্পোর্টস খুলে রাখুন। চলমান খেলার অবস্থা যাই হোক না কেন, ইএসপিএন আর স্টার স্পোর্টসে ভারত যে ম্যাচে বাঘা স্টাইলে জিতেছে সেই ম্যাচই দেখাচ্ছে এ ব্যাপারে নিশ্চিত থাকুন। সুতরাং টিভির ওপর ক্ষুব্ধ হওয়ার রিস্ক নেই... বরং অতি সন্তুষ্ট হয়ে আরও একটা টিভি কিনে ফেলতে পারেন!

৮. জ্যোতিষীর জাদুর গোলকে খেলা দেখুন

জ্যোতিষীদের যেই সব জাদুর গোলকে ভবিষ্যৎ দেখা যায়, সেই রকম কোনো গোলকে জাদু মন্ত্র করে খেলা দেখতে পারেন। যা দেখতে চান তাই দেখছেন, এমন জাদুমন্ত্র থাকলে আরও ভালো। তাহলে দলকে হারতেও দেখতে হলো না, যা ইচ্ছা তাই দেখতে পারলেন! ভাঙ্গাভাঙির কোনো রিস্ক নাই! 

৭৫৯ পঠিত ... ১৪:৫৩, জুন ১৯, ২০১৭

Top