ডিভোর্স হওয়ার শুধু অসুবিধাই না। আছে লক্ষাধিক সুবিধাও। কী সেই সুবিধা? জানেন একমাত্র ডিভোর্সিরা! তবে, এবার জানব আমরা সবাই। সবার জানার সুবিধার্থেই আমাদের এক প্রতিবেদক গত ৬ মাস আগে ডিভোর্স করে এই এক্সপেরিয়েন্স নিয়েছেন।
১#
ডাবল একটা বেডে ডাবল বালিশের সাথে কোলবালিশ নিয়ে আপনি আরাম করে ঘুমাতে পারবেন। ডিভোর্স না হলে কখনোই পারতেন না। কারণ তখন আপনাকে থাকতে হতো, স্বামী/স্ত্রীর সাথে।
২#
আগে শুধু কাপল হ্যাং-আউট, কাপল ট্যুরে যেতে পারলেও ডিভোর্সের পর যেকোনো হ্যাং-আউট, যেকোনো ট্যুরে চলে যেতে পারবেন। কারণ, তখন আপনি সিঙ্গেলও না আবার মিঙ্গেলও না।
৩#
মশারি টানানো, ফ্যান অফ করা, লাইট অন করা নিয়ে কোনো প্যারা নাই। মন চাইলে মশারি টানাবেন মন না চাইলে টানাবেন না। লাইট অফ না করেই ঘুমায়ে যেতে পারবেন।
৪#
চাইলেই প্রেম করতে পারবেন! মনে যখনই যার জন্য প্রেম জাগবে তখনই তাকে প্রেম নিবেদন করে বসতে পারবেন।
৫#
এই শীতে আরামের কম্বলটা কারও সাথে শেয়ার করতে হবে না। নিজের কম্বল নিজেই পুরোটা নিয়ে শুয়ে থাকতে পারবেন।