জীবনটা 'Naughty America' নয়

৯৭১১ পঠিত ... ২২:০৬, মে ১৪, ২০১৭

পর্ন দেখতেই পারেন, কিন্তু নিজেকে এবং চারপাশের সবাইকে পর্ন মুভির ক‍্যারেক্টার ভাবা থেকে বিরত থাকুন।

 

"তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই" সুন্দর। "তুমি চেয়ে আছো তাই, আমি ধর্ষক হয়ে যাই" অপরাধ।

 

দু'জন মিলে নাচতে চাইলে দু'জনকেই নাচতে হয়। তাই দু'জনেরই সম্মতির প্রয়োজন হয়।

 

পোশাক তার, দেহ তার। বিশেষ কোন পোশাক পরলেই তার দেহ আপনার হয়ে যায় না।

 

মেয়েটি আপনার বন্ধু, খাদ‍্য নয়।

 

প্রয়োজনে, বিপদে, বাধ‍্য হয়ে কিংবা ইচ্ছে করে কেউ একা পথ চলতেই পারে। আপনিও চলেন।

 

সাথে একজন থাকলে সাহস হয়, সঙ্গ হয়, সময়গুলো মুখরিত হয়। এই সাহস, সঙ্গ আর মুখরিত সময়গুলোকে দুঃসহ স্মৃতিতে পরিণত করবেন না।

 

ক্লাবে নাচলে কেউ অভদ্র ঘরের ছেলে বা মেয়ে হয়ে যায় না। সবাই মিলে একসাথে নাচার মাঝে আনন্দ আছে, এটা আপনি না বুঝলেও অনেকে বুঝে এবং সেই আনন্দ পেতে চায়। একটি মেয়ে ক্লাবে যাওয়া মানে আপনার জন‍্য সেক্সের পাইকারি দোকান খুলে রাখা নয়।

৯৭১১ পঠিত ... ২২:০৬, মে ১৪, ২০১৭

Top