'আপন' পদ্ধতিতে পিতা-পুত্রের অংক শিখুন : একটি eআরকি বিশেষ গণিত পাঠ

৪২৫২ পঠিত ... ১৫:৩৮, মে ১৫, ২০১৭

গত দুদিনে পত্রিকার পাতা থেকে সোশ্যাল মিডিয়া, সবখানে চলছে আপন জুয়েলার্সের পিতা-পুত্র নিয়ে আলোচনা। পিতা-পুত্রের কথা উঠতেই আর কিছু মনে পড়ুক না পড়ুক, গণিত বইয়ের পিতা-পুত্রের অংকের কথা মনে পড়ারই কথা। যেহেতু পিতা-পুত্র নিয়ে আলোচনা চলছেই, eআরকি ভাবছে এই সুযোগে পাঠকদের কিছু পিতা-পুত্রের অংকের আপডেটেড ভার্সন শেখানো যাক! 

১. পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ। পিতা পুত্রের চেয়ে দিনে তিনটি আকাম বেশি করেন। পুত্র যদি দিনে পাঁচটি আকাম করে, তবে পিতার বাৎসরিক আকামের সংখ্যা কত?

২. পুত্রের বয়স পিতার বয়সের চার ভাগের এক ভাগ। পিতা যদি ইহজীবনে পুত্রের বয়সের পাঁচশগুণ আকাম করে থাকে, তবে পিতার বয়স কত?

৩. পুত্রের কাছে থাকা সোনার ওজন ত্রিশ ভরি। তাতে খাদের পরিমাণ শতকরা চল্লিশ ভাগ। পিতার কাছে যে পরিমাণ সোনা আছে, তা যদি পুত্রের কাছে থাকা খাঁটি সোনার দশগুণ হয়, তাহলে পিতার সোনার শতকরা কত ভাগ খাঁটি?

৪. পিতা ও পুত্র দুজন মিলে পনেরোটি আকাম দুইদিনে করতে পারে। আবার, পিতা একাই তা করলে তিনি নয়টি আকাম একদিনে করতে পারেন। পুত্র যদি বন্ধু নাঈমের সঙ্গে মিলে একদিনেই পনেরোটি আকাম করে, তবে নাঈমের আকাম করার ক্ষমতা কত?

৫. পিতার আকাম করার ক্ষমতা পুত্রের চারগুণ। পিতা যদি দশদিনে পঁচিশটি আকাম করে, তবে পুত্র মাসে কয়টি আকাম করবে?

৬. পিতার পছন্দের নারীর বয়স পুত্রের পছন্দের নারীর অর্ধেক। আবার পুত্রের পছন্দের নারীর বয়স, পিতার দশ বছর আগের পছন্দের নারীর দ্বিগুণ। পিতার বর্তমান পছন্দের নারীর বয়স কত?

৭. পিতা বছরে যতগুলো আকাম করেন, তা পুত্রের আকামের তিনগুণ। পুত্র যদি দৈনিক তিনটি আকাম করে, তবে পিতা-পুত্র মিলে বার্ষিক কয়টি আকাম করে থাকেন?

৮. পিতা পুত্রকে তার মোট সোনা হতে দুইশ ভরি সোনা দান করলেন। এতে পিতার মোট সোনার পরিমাণ যদি শতকরা পাঁচ ভাগ কমে, তবে পিতার সোনার পরিমাণ কত?

৪২৫২ পঠিত ... ১৫:৩৮, মে ১৫, ২০১৭

Top