লেখক হতে হলে বই বের করতেই হবে এমন কোন কথা নেই। বই বের না করেও আপনি লেখক হতে পারেন। তারই কিছু নিনজা টেকনিক খুঁজে বের করেছেন eআরকির গবেষক দল।
১# শুরুতেই আপনাকে একটা বইয়ের নাম ঠিক করে একটা ডিজিটাল কাভার বানিয়ে ফেলতে হবে। নাম ঠিক করতে ঝামেলা মনে হলে অনলাইন থেকে কোন একটা বইয়ের কাভার নামিয়েও নিতে পারেন। মানুষ ধরতে পারবে না।
২# এরপর বইয়ের কভার দিয়ে একটা প্রোফাইল পিকচার বানিয়ে ফেলুন। একটা কভার ফটোও বানাতে পারেন। ফেসবুকে প্রোফাইল পিকচার ও কভার ফটো আপডেট করে নিন।
৩# প্রতিদিন বিকেল চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিন; আজ বিকেল চারটা থেকে থাকছি বইমেলায়। এরপর মেলায় না গিয়ে বাসায় ঘুমিয়ে থাকুন।
৪# নিজের ফেক আইডি থেকে নিজের বইয়ের একটা রিভিউ লিখুন। এরপর নিজের আইডি থেকে সেটি শেয়ার দিন। আপনার বইয়ের জনপ্রিয়তা দেখে মানুষ আপনাকে লেখকই ভাববে।
৫# কলম দিয়ে আপনার একাডেমিক বইয়ের ফ্ল্যাপে সুন্দর কিছু লিখে অটোগ্রাফ দিয়ে ছবি তুলে রাখুন। এরপর সেটি ফেসবুকে পোস্ট দিন।
৬# মাঝে মাঝে দু’একদিন একটু ভিন্নধর্মী স্ট্যাটাস দিন। যেমন, আজ বইমেলায় যেতে পারছি না। দুঃখে কলিজাটা ফেটে যাচ্ছে।
৭# আপনার বই কত কপি বিক্রি হলো তার একটা আপডেটও দিতে পারেন। এতে লেখক হিসেবে আপনার উপর পাঠকের বিশ্বাসও বাড়বে।