রিলেশনশিপে থাকতে থাকতে বিরক্ত? জেনে নিন সহজেই ব্রেকআপ করার কিছু উপায়।

৩০৬৬ পঠিত ... ১৭:৩৭, নভেম্বর ২৭, ২০২২

Breakup (4)

এক গবেষণায় দেখা গেছে, মানুষ মাত্রই পরিবর্তনশীল। রিলেশনশিপে শুরুর কিছু দিন পরেই রিলেশনশিপের প্রতি অনেক বিতৃষ্ণা চলে আসে। কিন্তু অভিজ্ঞতা নেই বলে অনেকেই ব্রেকাপ করতে পারেন না। এমন মানুষদের জন্য সহজে ব্রেকাপ করার কিছু নিনজা টেকনিক খুঁজে বের করেছে eআরকির গবেষক দল।

১# পার্টনার এর বার্থডে, প্রথম দেখা, প্রথম হাত ধরার দিন এইসব কিছু ভালো করে মনে করে নিন। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এরপর ভুলে যান।

২# ভুলে যাওয়ার পরও কাজ না হলে, মাঝে মাঝে পার্টনারের বেস্টফ্রেন্ডের জন্মদিনে আপনার পার্টনারকেই উইশ করে বসুন।

৩# প্রথম প্রথম প্রেমে পড়ার সময়গুলোর কথা মনে করুন। তখন ফেসবুকে কেমন স্ট্যাটাস দিতেন, কেমন স্টোরি দিতেন, এইসব আবার নতুন করে দেয়া শুরু করুন। আপনার পার্টনারের যা বুঝার সে বুঝে নিবেন।

৪# নিয়মিত গোসল করবেন না। ঘামের গন্ধ সহ্য করতে না পেরে আপনার পার্টনার নিজেই ব্রেক আপ করে চলে যাবে। এরপরও যদি ব্রেকাপ না করে তাহলে, ‘আমার গায়ে ঘামের গন্ধ, তোমায় গায়ে ঘামের গন্ধ নেই কেন?’ বলে নিজেই ব্রেকাপ করে ফেলুন। 

৫# স্যরি বলার অভ্যাস ছাড়ুন। স্যরি শব্দটি আপনার ডিকশনারিতে আছে বলেই ব্রেকাপের মত সহজ একটি কাজে এখনো সফল হতে পারছেন না।

৬# পার্টনারকে বেশি বেশি করে বিয়ের জন্য চাপ দিন। রাজি না হলে ব্রেকাপ করে ফেলুন। আর রাজি হয়ে গেলে, নিজ হাতে পার্টনারকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিন।

৭# কয়েকটা অস্ট্রেলিয়ান কাজিন খুঁজে বের করুন। রাত জেগে তাদের সাথে কথা বলুন। এইসব পার্টনারের কাছে লুকাবেন না, না লুকালে যদি ব্রেকাপ হয় তাহলে না লুকানোই ভালো।

৮# বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড এর বন্ধু/বান্ধবীর ছবিতে বেশি বেশি লাভ রিয়েক্ট দিবেন। পারলে হার্ট ইমোজি কমেন্ট করুন। শুধু লাভ রিএ্যাক্ট আর কমেন্ট করেই ক্ষ্যান্ত দিবেন না, আপনার পার্টনার যেন তা দেখে তা নিশ্চিত করুন।

৯# এতকিছু করতে ইচ্ছে না হলে পার্টনারকে ডাকুন। রিলেশনশিপে যে থাকতে চান না তা সহজ ভাষায় বলুন। যে কাজ সহজে হয় সে কাজকে জটিল করার কী দরকার!

৩০৬৬ পঠিত ... ১৭:৩৭, নভেম্বর ২৭, ২০২২

Top