eআরকির পোস্টে যে কমেন্টগুলো করা আপনার অবশ্য কর্তব্য

৮৭২ পঠিত ... ১৫:৫৯, নভেম্বর ০৯, ২০২২

earki post comment

আপনি যদি একজন নিয়মিত eআরকি ফলোয়ার হয়ে থাকেন, তবে এই কমেন্টগুলো আপনার জন্যেই। আমাদের ফলোয়ার না হলেও কোনো চিন্তা নাই, কমেন্ট বক্স ঘাঁটলে এমন কমেন্ট পাবেনই পাবেন। দেখুন তো, এর মাঝে কয়টি কমেন্ট করে আপনি কর্তব্য পালন করে থাকে…

 

১#

কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দেন।

 

২#

শালা, আওয়ামি লীগের দালাল।

 

৩#

শালা, বিএনপির দালাল।

 

৪#

শালারা ছুপারূস্তম, আসল সময় ল্যাঞ্জা বের হয়ে আসে।

 

৫#

আজকে বুঝলাম, eআরকির অ্যাডমিন আসলে একটা মেয়ে।

 

৬#

যাক, ১২টা বেজে গেছে। ঘড়িটা মিলিয়ে নিতে আসলাম।

 

৭#

আপনার বাসায় এখনো ফুডপান্ডার ডেলিভারি যায় নাই?

 

৮#

বন্ধু-বান্ধব দেখে ফেলার ভয়ে কমেন্টও করতে পারি না।

 

৯#

সবকিছু নিয়ে eআরকি করা ঠিক না।

 

১০#

কবে যে পেইজ গায়েব হয়ে যায়!

৮৭২ পঠিত ... ১৫:৫৯, নভেম্বর ০৯, ২০২২

Top