বাংলা সিনেমার বিখ্যাত ডায়লগ গুলো যদি করোনার সময় লেখা হতো, তাহলে কেমন হতো?

১৯৩১ পঠিত ... ২০:২৪, অক্টোবর ২৯, ২০২০

সময়ে সময়ে বাংলা সিনেমা পার করেছে অনেকগুলো কাল। বিভিন্ন সময়ে মানুষের মুখে মুখে উঠে এসেছে এতে জনপ্রিয় বিভিন্ন ডায়লগ। কোনো কোনো ডায়লগ তো হয়ে উঠেছে কাল্ট। 

কিন্তু, যদি এমন হতো যে সিনেমাই তৈরী হয়েছে করোনাকালে? তবে কেমন হতো এর জনপ্রিয় ডায়লগগুলো? সে চিন্তাই করেছেন এবং eআরকির পাঠকদের জন্য তুলে এনেছেন শাহরিয়ার নীল। চলুন, দেখে আসি সেইসব বিখ্যাত ডায়লগের করোনা ভার্সনগুলো। 

 

 

১# তোর মতো রাস্তার মাস্ক পরা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না।

২# মা, মা দেখো আমি এন-৯৫ মাস্ক কিনেছি।

৩# আজ যদি তোর বাবার একটা মাস্কের দোকান থাকতো! 

৪# শয়তান, তুই আমার মাস্ক পাবি, কিন্তু স্যানিটাইজার পাবি না।

৫# বাঁচাও। বাঁচাও। ছেড়ে দে শয়তান। তোর ঘরে কি মাস্ক নেই?

৬# ২০ বছর আগে তুই আমার বাবাকে হত্যা করে মাস্ক ছিনতাই করেছিস। শয়তান, তোকে আজ আমি কোন মাস্ক দেবো না। 

৭# ওঠ রাজু, ওঠ। তোর বাবার মাস্ক চুরির প্রতিশোধ নে।

৮# আমি চৌধুরী গ্রুপ অব মাস্কের মালিক হেক্সিসল চৌধুরী।

৯# মুহাহাহা সুন্দরী, আজ এখানে তোর মাস্ক লুটে নিবো। তোর মাস্ক বাঁচাতে আশেপাশে কেউ নেই।

১০# রাজা ভাইয়া, বিশুর লোকজন প্রিয়া ম্যাডামের মাস্ক চুরি করে নিয়ে গেছে। বিশুউউউউউ……

১১# শাহানা, তোমার মেয়ে খুব সুখে আছে। ওরা তোমার মেয়েকে মাস্ক পরিয়ে রেখেছে। কত্ত আদর যত্ন করে আমাকে মাস্ক পরিয়ে দিলো। এই দেখ আনন্দে আমার চোখ থেকে স্যানিটাইজার গড়িয়ে পড়ছে।

১২# মমতা, কথা দাও, তুমি ওদের মাস্ক, স্যানিটাইজারে রাখবে।

১৩# ধন্যবাদ আমাকে না, ওই ভদ্রলোককে দিন। সময় মতো উনি মাস্ক না দিলে রোগীকে করোনার হাত থেকে বাঁচানো সম্ভব হতো না।

১৪# আপনাকে কী বলে যে মাস্ক দেব!

১৫# আমার মেয়ের প্রতিদিন ১ টা করে এন৯৫ মাস্ক লাগে। আর তোদের পরিবারের সবার মিলে একটা মাত্র মাস্ক। তুই কোন সাহসে চৌধুরী গ্রুপ অফ মাস্কের মেয়েকে বিয়ে করতে বলিস।

১৬# চোধুরী সাহেব আমি গরীব হতে পারি। কিন্তু আমারো এন-৯৫ মাস্ক আছে। 

আইডিয়া: শাহরিয়ার নীল

 

 

১৯৩১ পঠিত ... ২০:২৪, অক্টোবর ২৯, ২০২০

Top