ট্রাভেলারদের প্রকারভেদ: আশেপাশে যে ১০ ধরনের ট্রাভেলার দেখতে পাবেন

১০১৮ পঠিত ... ১৬:৩৮, আগস্ট ২৪, ২০২০

মানুষ মাত্রই ট্রাভেল করে। কিন্তু সব মানুষ যেমন এক না, সব ট্রাভেলারও একরকম হতেই পারে না। যেকোনো ট্রাভেলেই আপনার সঙ্গী হতে পারে নানান রকম ট্রাভেলার। আমাদের ট্রাভেল-এক্সপার্ট দল খুঁজে বের করেছে ১০ প্রকারের ট্রাভেলারদের। দেখুন, আপনি কোন টাইপে পড়েন!

 

১# সত্যিকারের ভ্রমণপিপাসু
টাকা এবং সময় এদের কাছে কোন ব্যাপার না। পকেটে ২০০ টাকা থাকলেও মেইল ট্রেনে ঢাকা-চট্টগ্রাম গিয়ে মেজবানের মাংস দিয়ে ভাত খেয়ে আবার মেইল ট্রেনে ঢাকা চলে আসে। এই ধরনের ভ্রমণকারীর কাছে তাঁদের ভ্রমণ অভিজ্ঞতার খুব একটা ছবি থাকে না, থাকে শ-খানেক রোমাঞ্চকর গল্প।

২# সৌখিন ট্রাভেলার
টাকা এবং সময় একসাথে মিলে গেলে এই দল ভ্রমণ করে। পুরো ভ্রমণে থাকে অল্প কিছু ছবি, যার বেশিরভাগ ল্যান্ডস্কেপ।

৩# সেলফিপ্রেমী ট্রাভেলার
ভ্রমণে কালা চশমা সহিত নিজের মুখের অনেকগুলা ক্লোজ এবং হাজারখানেক সেলফি তুলে ভ্রমণ সমাপ্ত করে। সবগুলা ছবি ফেসবুকে না দেওয়া পর্যন্ত তারা নতুন করে আর কোথাও যায় না।

৪# 'একটা দেখলেই হইছে' ট্রাভেলার
এই ধরনের মানুষের কাছে তিনাপ সাইতার যা, হিমছড়িও তা। কক্সবাজার যা, পদ্মাও তা। একটা ঝর্ণা দেখলে দুনিয়ার সব ঝর্ণার প্রতি এদের আগ্রহ শেষ হয়ে যায়।

৫# মাতব্বর ট্রাভেলার
এরা শেষ পর্যন্ত কখনোই ভ্রমণে যাবে না। কিন্তু যখন প্ল্যান করা হয়, তখন তারা খুব আগ্রহ নিয়ে শুনে, সায় দেয় এবং নিজে অনেক সিদ্ধান্ত দেয়, যেমন: অমুক বাসে যাবো না, রাতে যাবো না, তমুক হোটেলে থাকবো না, ভ্রমণে গিয়ে ওইটা না খাইলে যাবো না। কিন্তু ভ্রমণের ঠিক দুই-তিনদিন আগে তাদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজে আটকে পড়ে তারা আর যেতে পারে না।

৬# ফেসবুক ট্রাভেলার
এরাও মূলত কখনো ভ্রমণে যায় না। ফেসবুকে ছবি দেখে আর কমেন্ট করে, 'ভাই কইলেন না, একলাই চলে গেলেন, মনে থাকবো।' আবার ভ্রমণের আগে তাদের বললে বলে, ভাই আমার তালতো ভাইয়ের খালা শ্বশুরের ভাগিনার বিয়ে ওইদিন। আপনে দুইদিন আগে বললেও যাইতাম... (অথচ তারে বলা হইছে ২ মাস আগে)।

৭# কমেন্টবক্স ট্রাভেলার
এরা মেনশন ভ্রমণকারী। মূলত ফেসবুকে কমেন্টবক্সে এদের ঘুরাঘুরি। ট্রাভেল গ্রুপের দারুণ কোন ভ্রমণের পোস্টে এরা পরিচিত কাউকে মেনশন করে, 'বন্ধু যাবি নাকি! বন্ধু চল যাই' বলা পর্যন্তই এদের ভ্রমণের গল্প।

৮# ইউটিউব ট্রাভেলার
এই ধাপে আছে ইউটিউব ভ্রমণকারীরা। এরা ইউটিউবে ভ্রমণ সংক্রান্ত ব্লগগুলো সব দেখে ফেলবে। এরপর ভ্রমণ সংক্রান্ত আড্ডায় ইউটিউব থেকে ধার করা নানান জিনিস শেয়ার করবে। কেউ কেউ গিয়েছে বলেও ভাব ধরবে। কিন্তু কার সাথে গেছে সে বিষয়ে কোন গল্প থাকবে না।

৯# খাদক ট্রাভেলার
খাদক শ্রেণির ভ্রমণকারীরা ঘুরতে যায় নাকি খেতে তা বোঝা মুশকিল। যেখানেই যাবে ঘুরাঘুরির চেয়ে খাওয়া-দাওয়ায় তারা বেশি সময় ও অর্থ ব্যয় করবে। এরা যখন নিজেদের ভ্রমণের গল্প বলবে, সেখানেও খাওয়ার গল্পই বেশি থাকবে।

১০# প্যারাদায়ক ট্রাভেলার
ভ্রমণের প্রস্তাব, পরিকল্পনা, আলোচনা সবকিছুতে এরা থাকবে। তবে যাবে কি যাবে না, এ বিষয়ে কোন নিশ্চয়তা দেবে না। এক পর্যায়ে ক্যান্সেলও করবে। কিন্তু ভ্রমণের দিন ঠিকই স্টেশনে এসে হাজির হবে। এরপর অন্যের সিটে বসে, দাঁড়িয়ে, অন্যের রুমে থেকে সবাইকে প্যারা দিয়ে পুরো ভ্রমণ শেষ করবে...

১০১৮ পঠিত ... ১৬:৩৮, আগস্ট ২৪, ২০২০

Top