সাজেক না গিয়েও যে ১০টি উপায়ে সাজেক ঘুরে আসবেন

১২০৩ পঠিত ... ১৭:২৮, অক্টোবর ২২, ২০২০

হুট করে সাজেকে যেতে না পারা নিয়ে আফসোস করা মানুষের সংখ্যা বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়াও হয়ে গেছে বিষাদময়। ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগের লিকারের মতো চারপাশ থেকে ছড়াচ্ছে বিষাদের গন্ধ। তাই নানাবিধ কারণে সাজেক যেতে না পারা বিষণ্ণ মানুষদের জন্য সাজেক না গিয়েও সাজেক ঘুরে আসার ১০টি অপূর্ব সুযোগ নিয়ে এসেছে eআরকি (আমরাও এমনেই ঘুরছি!)...

 

১# বাসার ভেতর একটা মিনি সাজেক বানান। বানানোর দরকার নাই যদিও। আপনার খাটের দিকে খেয়াল করলে দেখবেন বালিশ, জামাকাপড়ের স্তুপ, ল্যাপটপ, মোবাইল, হেডফোন, চার্জার ইত্যাদির সমন্বয়ে পাহাড়, পর্বত, লতাগুল্মের রূপক একটা সাজেক গড়ে উঠেছে। খাটকে কেন্দ্র করে কয়েকটা চক্কর দেন। হয়ে গেলো সাজেক ঘোরা।

২# গুগল ম্যাপ ওপেন করুন। ডিরেকশন অপশনে ডেসটিনেশনে সাজেক রাখুন। এরপর ম্যাপের ওই পথে কয়েকবার চোখ বুলান। সাজেক যাওয়া হয়ে গেলো। চাইলে কিছু দিন থেকেও আসতে পারেন।

৩# ম্যাপকে স্যাটেলাইট মুডে নিন। অথবা গুগল আর্থ অ্যাপে সাজেক সার্চ করুন। একদম পাখির চোখে সাজেক দেখা হয়ে যাবে। চাইলে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোডও করতে পারেন।

৪# ফেসবুকে 'গোইং টু সাজেক' দিয়ে স্ট্যাটাস আপডেট করুন। এরপর ঘুমিয়ে যান। এত সময় ধরে ঘুমাতে না পারলে রাউটার অফ করে দিন। দুইদিন পর আবার স্ট্যাটাস দিবেন, ব্যাক টু ঢাকা।

৫# ইউটিউবে সাজেক সম্পর্কিত সবগুলো ভিডিও দেখে ফেলুন। ইউটিউবে দেখলে বন্ধুদের আড্ডায় বলতেও পারবেন, 'যাওয়ার সময় ওই পথটা বেশ রিস্কি ছিলো ব্যাটা'।

৬# ফেসবুক, গুগল থেকে সাজেকের কিছু প্রাকৃতিক ছবি ডাউনলোড করে নিজের প্রোফাইল থেকে আবার আপলোড দেন। খেয়াল রাখবেন, ছবিগুলো যেন শুধুই প্রাকৃতিক দৃশ্যের হয়, ছবিতে মানুষজন থাকলেও তাদের যেন চেনা না যায়।

৭# এর আগে সাজেক গেলে ভালো। না গেলেও যদি অন্য কোন পাহাড়ে যেয়ে থাকেন, ওইসব ছবি সাজেকের বলে চালিয়ে দেন। মানুষ অত খেয়াল করে না ভাই...

৮# সাজেকের ছবিই নিন। তবে অন্য কারো ট্যুরের। এরপর 'ইডিট' করে সেখানে নিজেকে বসিয়ে নিন। ফেসবুকে আপলোড করুন। হয়ে গেলো সাজেক ঘোরা।

৯# স্বপ্নে সাজেক থেকে ঘুরে আসুন। সেজন্য দিনের ভেতর ১৮ ঘন্টা সাজেক নিয়ে ভাবুন। গ্যারান্টি দিচ্ছি রাতে স্বপ্নে সাজেক ঘুরে আসতে পারবেন।

১০# এত ধানাই পানাই না করে নিজেকেই নিজে বলুন, 'আরে কালই তো সাজেক ঘুরে আসলাম'।

১২০৩ পঠিত ... ১৭:২৮, অক্টোবর ২২, ২০২০

Top