নিউমার্কেট ও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ৮টি অবিশ্বাস্য মিল

২২৭০ পঠিত ... ১৭:৫১, ডিসেম্বর ০১, ২০২০

মেঘ পাহাড় ও প্রকৃতির সাথে একাত্ম হতে অনেকেই ছুটছেন সাজেকের দিকে। তবে অনেকেই ছুটলে যে সমস্যা হয়, তাই হচ্ছে। মানুষের ভিড়ে সাজেকের যে অবস্থা, তা আমাদের মনে করিয়ে দেয় ঢাকার নিউমার্কেটের কথা। ভাবতে ভাবতে আমরা খুঁজে পাই বাংলাদেশের এই দুটি বিখ্যাত 'ট্যুরিস্ট স্পট' এর মধ্যে বেশ কিছু অদ্ভূত মিল। পাঠক, আপনারাও জেনে নিন।

১# নিউমার্কেটে হাঁটতে গেলে প্রতি কদমে আপনি গড়ে তিনটি হোমো সেপিয়েন্স প্রজাতির প্রাণীর সাথে ধাক্কা খাবেন। সাজেকেও এই প্রাণীটির দেখা পাবেন। তবে সাজেকে শুধু ধাক্কাই খাবেন না, জড়িয়ে ধরার সুযোগও পেয়ে যেতে পারেন।

২# নিউমার্কেটে যাওয়ার পথে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যে বসে জ্যামের সুপার ন্যাচারাল বিউটি উপভোগ করা যায়। ভাগ্য সুপ্রসন্ন থাকলে আপনি সাজেকের মেঘের উপর বসেও ওই একই জ্যাম দর্শন করতে পারবেন।

৩# নিউমার্কেট এবং সাজেক; দু জায়গাতেই আপনি পেয়ে যাবেন কিছু ন্যাচারাল ভিজ্যুয়াল আর্ট। প্লাস্টিকের বোতল দিয়ে থরে থরে সাজিয়ে রাখা এই আর্ট সাজেকের পাহাড়ে আপনাকে যেমন মুগ্ধ করবে, তেমনি মুগ্ধ করবে নিউমার্কেটের ড্রেন ভরিয়া রাখা প্লাস্টিক আর্টও।

৪# সাজেকের প্রধান আকর্ষণ সাদা সাদা অপরূপ মেঘ। নিউমার্কেটেও আপনি মেঘের দেখা পাবেন। শীতকালে বা গ্রীষ্মকালের ধুলা উড়া দিনগুলোতে নিউমার্কেটের আকাশে শুধু মেঘ দেখবেন না, এই মেঘ আপনার নাকে, মুখে, চুলে এমনকি ফুসফুসেও মুগ্ধতা ছড়িয়ে আসবে।

৫# নিউমার্কেটের আশেপাশে হর্নের মনোমুগ্ধকর মিউজিক আপনাকে কিছু রিলাক্সিং সময় উপহার দিবে। সাজেকেও রয়েছে এমন ব্যবস্থা। সাজেকের হর্নও দর্শনার্থীদের চোখ বন্ধ করে মিউজিকে হারিয়ে যেতে বাধ্য করে।

৬# সাজেকের পথে চান্দের গাড়িতে ঝুলে থেকে দারুণ অ্যাডভেঞ্চারময় সময় যেমন উপভোগ করতে পারবেন, ফার্মগেট থেকে নিউমার্কেট কিংবা আজিমপুর থেকে নিউমার্কেটের রাস্তায় চলা লেগুনার সামনের সিটে বসলে কিংবা পেছনে ঝুলে থাকলে কম অ্যাডভেঞ্চার পাবেন না।

৭# নিউমার্কেটে আশেপাশে অল্প যে কয়েকটা গাছ আছে, খেয়াল করলে দেখবেন গাছগুলোর পাতায় পাতায় কী দারুণভাবেই না ধুলা খেলা করে। ধুলার আস্তরণে সবুজ রংয়ের অফহোয়াইট কালারের দারুণ একটা কম্বিনেশন তৈরি করে। সাজেকের গাছের পাতাগুলোর দিকে খেয়াল করলে এমন অসাধারণ ধুলার আস্তরণে আপনার চোখ জ্বলজ্বল করে উঠবে।

৮# নিউমার্কেটে কিছুক্ষণ হাঁটলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেখা পেয়ে যাবেন বেশ কিছু পরিচিত বন্ধুবান্ধবের। সাজেকে অবশ্য হাঁটতে হবে না, গাড়ি থেকে নামলেই পেয়ে যাবেন।

২২৭০ পঠিত ... ১৭:৫১, ডিসেম্বর ০১, ২০২০

Top