এখন এই ফাঁকা ঢাকাকে নিয়ে কী করবেন?

২৬৫ পঠিত ... ১৭:০১, এপ্রিল ০৭, ২০২৪

3

 

ইদ আসলেই ঢাকা শহরের অধিকাংশ মানুষের স্বপ্ন বাড়ি চলে যায়। ফাঁকা হয়ে যায় ঢাকাবাসীর ঢাকা। এই ফাঁকা ঢাকা শহরকে নিয়ে ঢাকাবাসী কোথায় যাবে, কী করবে, কিছুই যেন তারা বুঝে না। এমন কনফিউজড উংঙ্গা বুংঙ্গা ডিসিশন ঢাকাবাসীর একা একা নিতে সমস্যা হয়, এই কথা চিন্তা করেই আমরা তাদের হয়ে সমাধান ভেবেছি।

১#

রাজনৈতিক দলের যত মিটিং মিছিল আছে সবকিছু সেড়ে ফেলার এটাই মোক্ষম সময়। সভা, সমাবেশ কোনোকিছুই বাদ দেয়া যাবে না।

২#

ফাঁকা ঢাকাকে কাজে লাগিয়ে ঢাকার মেয়ররা চাইলে সব বড় গাছ কেটে ফুল গাছ লাগিয়ে নিতে পারেন। সবাই ঢাকায় ফিরে ফুল গাছ দেখে মুগদ্ধ হওয়ারও একটা সুযোগ পাবে।

৩#

ঢাকা ফাঁকা হলে ছাত্রলীগ চাইলে যেকোনো সময়, যেকোনো জায়গায় ঢুকে যেতে পারবে। শুধু বুয়েটে না, ঢাকার আনাচে কানাচে যেদিকে দুই চোখ যায়, ঢুকতে মন চায়।

৪#

গুলশান বনানীর রিচ কিডরা তাদের গাড়ি নিয়ে বের হতে পারেন। আপনারা ফাঁকা ঢাকাকে কাজে লাগিয়ে বিভিন্ন দফায় কার রেসিং করতে পারেন। চাইলে দুই-চারটা এক্সিডেন্ট করে সেগুলো ধামাচাপাও দিতে পারেন।

৫#

ঢাকা ওয়াসার জন্য ফাঁকা ঢাকা ট্রাম কার্ডের মতো কাজে লাগবে। ঢাকা থেকে মানুষ কমে গেলেই আপনারা ঢাকার প্রতিটা রাস্তা খুঁড়ে ফেলার উদ্যোগে লেগে যাবেন। বাদ যাবে না একটা রাস্তাও। 

৬#

ফাঁকা ঢাকায় রিকশা, সিএনজি চালিয়ে মামারা গুলশান/বনানীতে বাড়ি করার উদ্যোগ নিতে পারে। বৃষ্টি, প্রচণ্ড রোদ, আর ফাঁকা শহর, এই তিনটা সময়ে নিজেদের বাড়ি ঘরে বানানোর চিন্তা না করলে কখন করবে!

৭#

চাইলে একটা বাস ভাড়া করে সবাই মিলে বিজয় স্মরণি চলে যেতে পারেন। তারপর সিগন্যালের আগে কয়েকঘণ্টা বাসে বসে ঘামতে পারেন। ঢাকাবাসী এমনিও ঢাকার জ্যামেই অভ্যস্ত, ফাঁকা ঢাকাতে না।

 

২৬৫ পঠিত ... ১৭:০১, এপ্রিল ০৭, ২০২৪

Top