যে কারণে দেশে গ্যাস সংকট

৪২৬ পঠিত ... ১৬:২৯, জানুয়ারি ১৮, ২০২৪

419655014_745891120424153_8801292794857813956_n

দেশে কি গ্যাস সংকট চলছে? কি জানি, মনে হয় চলছে। অনেকেই দেখলাম ফেসবুকে এইসব নিয়ে কথা বলছেন। নাকি কোনো গ্যাস সংকট চলছে না? সবই ফেসবুকের সৃষ্টি! সে যাই হোক, গ্যাস সংকট চলমান থাকলে বা সামনে আসলে কী করবেন? কীভাবে নিজেদের বাঙ্গী পাস করবেন? কাকে দিবেন দোষ? এইসবই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকির গবেষক দল।

১# মেসি কিছুদিন আগে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছে। এ কারণে দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে।

২# আমেরিকার একটি অঙ্গরাজ্যে ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করেছে। যে পৃথিবীতে ট্রাম্পের মত লোক জিতে যায় সে পৃথিবীতে তো গ্যাসের সংকট হবেই!

৩# শীত আসছে। ন্যাচারাল গ্যাস উৎপাদনের জন্য মানুষ বৃদ্ধি পেয়েছে মানুষের মুলা খাওয়া। তবে মুলায় ভেজাল থাকায় এবার গ্যাস বাড়ার পরিবর্তে চক্রবৃদ্ধি হারে কমছে গ্যাস উৎপাদন। যে চাপ পড়েছে রান্নার গ্যাসে।

৪# সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে। প্রতিবছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেশে অস্বাভাবিক চাপ পড়ে গ্যাসের। এটিও গ্যাসস্বল্পতার অন্যতম কারণ। তবে কেনো প্রতিবারই এমন হয়, এর নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

৫# সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এটিই চিরন্তন সত্য। সম্প্রতি গ্যাস সংকটের কারণ খুঁজতে যেয়ে বিজ্ঞানীরা আবিস্কার করেছেন সূর্য পূর্বের বদলে পশ্চিমে উদয় আর পূর্বে অস্ত গেলে গ্যাস সংকট কমিয়ে আনা যেতো শতকরা ৫৭.৫৬%

৬# 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়' জাতীয় পৈশাচিক ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ায় জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কমমানো গ্যাস সংকট বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। এতে ব্যক্তিগতভাবে গ্যাস সংকট হতে হতে সামগ্রিকভাবেই কমছে গ্যাস উৎপাদন। জনসংখ্যা ২০২৫ সালের মধ্যে অন্ততপক্ষে ১০% বৃদ্ধি না পেলে একসময় দেশ থেকে গ্যাস বিলুপ্ত হবার সম্ভাবনা আছে।

৭# কয়েকদিন আগেই দেশে হয়ে গেলো শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। বিশ্বের খুব বেশি দেশে এমন নিরপেক্ষ নির্বাচন দেখা যায় না। তবে গোপন সূত্রে জানা যায়, এই সুষ্ঠু নির্বাচনের পর থেকে দেশে দেখা দিয়েছে গ্যাস ও তেলের সংকট।

৪২৬ পঠিত ... ১৬:২৯, জানুয়ারি ১৮, ২০২৪

Top