আরও যেসব বিষয়ে নোবেল দিলে আমাদের দেশের শিক্ষকরাও নোবেল পেতেন

৫২৭ পঠিত ... ১৮:২৫, অক্টোবর ০৪, ২০২৩

আরও-যেসব

চলছে নোবেলের সিজন। দেশ-বিদেশের নানান গবেষক ও শিক্ষকরা বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য পাচ্ছেন নোবেল। আমাদের দেশের শিক্ষকদের এই লিস্টে খুব একটা দেখা যায় না। দোষটি যে আমাদের দেশের শিক্ষকদের তাও না, দোষ আসলে নোবেল কমিটির। আমাদের দেশের শিক্ষকরা যেসব বিষয়ে এক্সপার্ট তারা সেসব বিষয়ে নোবেল দেয় না। দিলে আমাদের দেশের শিক্ষকরাও নোবেল পেতেন। চলুন জেনে আসা যাক, কী কী বিষয়ে নোবেল দিলে আমাদের শিক্ষকরাও নোবেল পেতে পারেন।

১) কপি-পেস্ট গবেষণা

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য পুরস্কার না রেখে কপি-পেস্ট গবেষণায় নোবেল পেতে পারেন আমাদের শিক্ষকরা। গবেষণায় চৌর্যবৃত্তি ও কপি-পেস্টের মতো পোর্ট মডার্ন মেথড আবিষ্কারের জন্য নোবেল পেলে আমাদের দেশের শিক্ষরাই পেতেন।

 ২) প্রশংসা

পদার্থ, রসায়ন, চিকিৎসা কিংবা অর্থনীতিতে বিশেষ কোনো অবদান না থাকলেও আমাদের দেশের শিক্ষকরা প্রশংসায় বেশ পটু। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের প্রশংসা করার জন্য কোনো নোবেল দেয়া গেলে সেসব নোবেল সবার আগে আমাদের শিক্ষকরাই পেতেন।

৩) বিবৃতি দেয়া

বিবৃতি প্রদানে কে সেরা? এই প্রশ্নে সবার আগে আমাদের শিক্ষকদের নাম চলে আসবে। বিবৃতি প্রদানের জন্য নোবেল দেয়ার সিস্টেম থাকলে আমাদের দেশের শিক্ষকরা প্রতিদিন ৫টা করে নোবেল পেতেন।

৪) চোখ বন্ধ করে রাখা

আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রভোস্ট সবাই চোখ বন্ধ রাখায় বিশেষ পারদর্শী। চোখ বন্ধ করে রেখে গণরুম, গেস্ট্রুম, র‍্যাগিং কালচার না দেখার এক অদ্ভূত দক্ষতা আছে তাদের। চোখ বন্ধ করে রাখায় কোনো নোবেল থাকলে এই নোবেল কে পেত তা তো আর বলে দিতে হবে না।

৫) রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা

ক্লাসের সাথে, গবেষণাগারের সাথে খুব একটা সম্পর্ক না থাকলেও রাজনৈতিক দলের সাথে বিশেষ সম্পৃক্ততা আছে আমাদের দেশের শিক্ষকদের। ক্লাস বাদ দিয়ে ভোট চাওয়া, সরকারি দলের প্রশংসা করা, সরকারি দলের ছাত্রসংগঠনের সাথে ভালো সম্পর্ক রাখা—এইসব বিষয়ে কোনো নোবেল থাকলে সেই নোবেল আমাদের দেশের শিক্ষকদের হাতেই উঠতো।

৬) আন্দোলন থামানো

কে পাবে তা তো আপনারা জানেনই

৫২৭ পঠিত ... ১৮:২৫, অক্টোবর ০৪, ২০২৩

Top