যে ১০টি সম্ভাব্য কারণে লিফট কিনতে ৮ জন লোকের ইউরোপ যাওয়া জরুরি

১২৮৫ পঠিত ... ১৮:৩৫, অক্টোবর ০৬, ২০১৯

বিশ্ববিদ্যালয়ের ১৫টি লিফট কেনার কাজে চলতি মাসে একসঙ্গে সুইজারল্যান্ড ও স্পেনে যাচ্ছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক ও কর্মকর্তা। তাঁদের ছয়জনেরই লিফট বিষয়ে কারিগরি জ্ঞান নেই। বিশ্ববিদ্যালয় উপাচার্যেরও একই দলে যাওয়ার কথা ছিল, কিন্তু সমালোচনার মুখে তিনি যাচ্ছেন না। তাদের বিমান ভাড়া থেকে যাবতীয় ব্যয় বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

কেন তারা লিফট দেখতে যাচ্ছেন? এতজন মানুষ নিশ্চয়ই অকারণে কাজ-কাম ফেলে বিদেশ যাবেন না! আমাদের লিফট কেনার পূর্ব-অভিজ্ঞতা না থাকা আইডিয়াবাজদের দল তাই ভাবতে বসেছিলো, ঠিক কী কী সম্ভাব্য কারণে এতজন মানুষের লিফট কিনতে ইউরোপ যাওয়া লাগতে পারে!

 

১# লিফটের কাঁচামালে ধাতুর পরিবর্তে বাঁশ ব্যবহার করছেন কি না সেটা জানা জরুরি! পরে যদি আসলেই বাঁশ দিয়ে দেয়া হয় এই বাঁশ কে কার ঘাড়ে নিবে!

২# লিফটে জেনারেটর বা আইপিএসের লাইন দেয়ার সিস্টেম আছে কি না তা দেখতে। এটি দেয়া না থাকলে দেশে এনে আবার জেনারেটর মিস্ত্রীকে দিয়ে সিস্টেম করতে বাড়তি খরচ লাগবে।

৩# এমন লিফট যদি দিয়ে দেয়া হয় যেটা উপর নিচে না গিয়ে হরিজন্টালি মুভ করে, তাহলে আবার লিফটের হরিজন্টাল মুভমেন্টের সাথে মানিয়ে নতুন করে ভবন তৈরি করা লাগবে। এই বাড়তি ঝামেলা থেকে বাঁচার জন্য লিফট কেনার আগে দেখতে যাওয়া অত্যন্ত জরুরি।

৪# লিফটের দরজা সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে খোলে কি না তা দেখার দরকার হতে পারে। পরে দেখা যাবে এমন দরজা দিয়েছে, যেটাকে পুল বা পুশ করে খোলা লাগতেছে। এমনিতে দেশের মানুষ পুল/পুশ নিয়ে নিয়মিত ঝামেলায় পড়ে...

৫# পর্যাপ্ত আলো-বাতাস আসার জন্য লিফটে জানালা বা ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা আছে কি না তা দেখতেও যেতে পারেন। পর্যাপ্ত আলো-বাতাস না আসলে মানুষজন অন্ধকারে ভয় পাবে। অক্সিজনের অভাবে দম বন্ধ হয়ে মারাও যেতে পারে কেউ কেউ!

৬# লিফটের কিনারায় দাঁড়িয়ে লিফটের দেয়ালের সাথে হেলান দেয়ার অভ্যাস প্রায় সব মানুষেরই আছে। ওনারা লিফটের দেয়ালে হেলান দিয়ে দেখবেন, ইজ ইট সেফ অর নট, মানে দেয়াল ভেঙে যায় কি না!

৭# লিফট আসলেই মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে উপরে উঠতে পারবে কি না তা দেখার জন্যও যেতে পারেন। পরে দেখা গেলো এমন লিফট দিয়ে দিয়েছে, যেটাকে টেনে উপরে উঠানোর জন্য আলাদা জনশক্তি নিয়োগ দেয়া লাগতেছে, তাতে আবার আরও টাকা খরচ...

৮# লিফটের সেন্সরের যোগ-বিয়োগের মেধা যাচাই করার জন্যও যেতে পারেন। লিফট যদি অংকে কাঁচা হয়, তাহলে ১০ তলার বাটন টিপ দিলে দেখা যাবে হিসেবে গড়মিল পাকিয়ে ১৪ তলায় নিয়ে গেছে। একটা বিশ্ববিদ্যালয়ের লিফটের জন্য এটা লজ্জাজনক ব্যাপার হবে।

৯# ইউরোপের আবহাওয়ায় জন্ম নেয়া এই লিফটকে আমাদের দেশের আবহাওয়া সম্পর্কে আগে থেকেই কিছু ধারণা দেয়ার জন্যও ওঁরা ৯ জনের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে লিফট আমাদের দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার প্রস্তুতি নিতে পারবে। বেঁচে যাবে কন্ডিশনিং ক্যাম্পের খরচ।

১০# ওনারা আসলে একটা টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছেন। সেই টেস্ট টেস্ট ড্রাইভ লিফটের মাধ্যমেও নিতে পারেন কিংবা ইউরোপ ভ্রমণের মাধ্যমে। তবে আমরা শিওর বলতে পারবো না...

১২৮৫ পঠিত ... ১৮:৩৫, অক্টোবর ০৬, ২০১৯

Top