ভ্রমণের সময় যে ১০টি বাজে অভিজ্ঞতার মুখোমুখি ট্রাভেলাররা অবশ্যই হয়েছেন

১৮১৩ পঠিত ... ২২:৩২, আগস্ট ১১, ২০২০

ভ্রমণ পুরোটাই নানা রকমের অ্যাডভেঞ্চার, নানাবিধ অভিজ্ঞতায় ভরপুর। সেখানে আনন্দ আছে, রোমান্স আছে আছে মোহনীয় নানান অভিজ্ঞতা। তবে দারুণ অভিজ্ঞতার মাঝেও ভ্রমণে সারাজীবন মনে রেখে দেয়ার মতো বাজে কিছু অভিজ্ঞতাও থাকে। যদিও একজন ট্রাভেলফ্রিকের এই বাজে অভিজ্ঞতাগুলোও অ্যাডভেঞ্চার। এমন ১০টি বাজে অভিজ্ঞতাই খুঁজে বের করেছে eআরকির কপাল পোড়া টিম।

১# টাঙ্গুয়ার হাওড়ের ট্রলারের টয়লেট ব্যবহার!

২# কক্সবাজার সমুদ্রে ডুব দিয়ে উঠার পর সামনে কোন পিচ্চিকে প্রস্রাবরত অবস্থায় দেখা।

৩# অফট্র‍্যাক ট্রিপে কাঁধে বিশাল ব্যাগ থাকার কারণে স্থানীয়রা রোহিঙ্গা সন্দেহ করা।

৪# নদীতে গোসল করে পাঁড়ে উঠার পর পানিতে মল ভাসতে দেখা।

৫# বান্দরবানে লোকাল ড্রিংক্স খাওয়ার পর দেড় দিনের জন্য বেহুশ থাকা।

৬# রাতালগুল ঘুরে রুমে এসে শরীরে বিশাল বড় জোক আবিষ্কার করা।

৭# অফট্র‍্যাক ট্রাভেলে ডাকাত সন্দেহে রাতের বেলা স্থানীয়দের তোপের মুখে পড়া।

৮# পাংথুমাই গিয়ে একটু বেশি ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা, ওই যে বিএসএফের একজন ডাকছে।

৯# প্রথমবার ট্রেকিং করতে গিয়ে মাঝপথে বুঝতে পারা, আমাকে দিয়ে আর হবে না। এরপর মাঝপথেই বাকিদের ফিরে আসার অপেক্ষায় শুয়ে থাকা।

১০# কক্সবাজারে ঢেউয়ের তোপে ৮০ টাকায় কেনা বেল্টবিহীন থ্রি কোয়াটারের হুক ছিড়ে যাওয়া।

১৮১৩ পঠিত ... ২২:৩২, আগস্ট ১১, ২০২০

Top