স্বামী-স্ত্রীরা যদি তাদের দাম্পত্য সমস্যার কথা আইটি ফার্মে লিখে পাঠাতেন

১৮৪৪ পঠিত ... ১৭:০০, জানুয়ারি ৩০, ২০১৯

বরাবর
টেকনিক্যাল সাপোর্ট টিম
জাস্ট ম্যারেড আইটি সল্যুশন্স

প্রসঙ্গ: ‘ওয়াইফ ১.০' আন-ইনস্টল প্রসঙ্গে।

জনাব,
আমি গভীর বিপদে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। অতিসম্প্রতি আমি আমার ‘গার্লফ্রেন্ড ৭.০’ কে ‘ওয়াইফ ১.০’-এ আপগ্রেড করেছি। আর এর পর থেকেই আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেছে। নতুন এ প্রোগ্রামটি অযথা ঝগড়া সৃষ্টিতে তৎপর ও প্রচুর স্পেস নিচ্ছে। কিন্তু প্রোডাক্ট ম্যানুয়ালে তো এসবের উল্লেখ ছিল না।

এ ছাড়াও ওয়াইফ ১.০' নিজে নিজে অন্য প্রোগ্রামেও ইনস্টল হয়ে সিস্টেমের অন্য কাজও মনিটর করছে। এ প্রোগ্রামটি ইনস্টলের পর আমার প্রিয় কিছু প্রোগ্রাম আর রান করছে না, যেমন, ‘আড্ডা ২.৫’ ও ‘গলফ ৫.০’। প্রিয় এই প্রোগ্রামগুলো সিলেক্ট করলেই তা ক্র্যাশ করে ।

শুক্রবারের ‘খেলা ৬.৩’ অপারেট করা যাচ্ছে না কিন্তু ‘শপিং ৭.১’ দিব্যি চালু আছে। এ অবস্থায়আমার পক্ষে ‘ওয়াইফ ১.০’ প্রোগ্রাম রান করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমি আন-ইনস্টলের চেষ্টাও করেছিলাম, কিন্তু পারছি না।

অতএব, বিনীত আরজ এই যে, আমি আমার আগের 'গার্লফ্রেন্ড ৭.০' প্রোগ্রামে ফিরে যেতে চাই। এ ব্যাপারে সাহায্য কামনা করছি।

বিনীত নিবেদক
অনিমেষ

 

উত্তর:

জনাব অনিমেষ

আপনি যে সমস্যার কথা বলছেন তা ‘ওয়াইফ ০.১’ এর একটি সাধারণ সমস্যা। অনেক পুরুষই ‘গার্লফ্রেন্ড ৭.০’ থেকে ‘ওয়াইফ ১.০’ তে আগাগ্রেড করেন এবং ভাবেন এটি একটি ইউটিলিটি ও এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম। কিন্তু ‘ওয়াইফ ১.০’ একটি অপারেটিং সিস্টেম।

আপনি চাইলেই ‘ওয়াইফ ১.০’ বাদ দিয়ে নতুন কোনো প্রোগ্রাম বা ‘গার্লফ্রেন্ড ৭০’ ইনস্টল করতে পারবেন না ।

‘ওয়াইফ ১.০’ বাদ দিয়ে অন্য অপারেটিং সিস্টেমও ‘গার্লফ্রেন্ড ৭.০’-এ চালাতে পারবে না। এ ছাড়াও একবারে ‘ওয়াইফ ১.০’ ইনস্টল করলে তা সম্পূর্ণভাবে আন-ইনস্টল, ভিলিট করা যায় না।

দুর্ভাগা কিছু পুরুষ চেষ্টা করেছিলেন ‘ওয়াইফ ১.০’ কে ওভার রাইট করতে ও ‘গার্লফ্রেন্ড ৮.০’ বা ‘ওয়াইফ ২.০’ ইনস্টল করতে। কিন্তু তারা সিস্টেমে আরও সমস্যার সৃষ্টি করছেন মাত্র।

আমি নিজেও ‘ওয়াইফ ১.০’ প্রোগ্রামটি চালাই। আমারপরামর্শ হলো, আপনি এ প্রোগ্রামটিই চালান। যখনই কোনো ভুল বা সমস্যা দেখা দেবে তখনই কিছু কমান্ড যেমন “C: আমি ক্ষমা চাচ্ছি’ প্রোগ্রামটি রান করবেন। এই প্রোগ্রামটি হয়তো বেশ কিছুবার রান করতে হতে পারে। এতে হতাশ হবেন না ।

‘বউ ১.০’  প্রোগ্রামটির মেইনটেন্যান্সও খুব ব্যয়বহুল। ভালো পারফরম্যান্স পেতে হলে আপনি কিছু বাড়তি

সফটওয়্যার কেনার চিন্তা করতে পারেন।। যেমন, ‘ফুল ২.০’ ‘চকলেট ১.৫’ ‘গয়না ১১.৫’।

আশা করি আমার এ পরামর্শগুলো কাজে লাগবে ।

 

শুভকামনায়
টেকনিক্যাল সাপোর্ট টিম
জাস্ট ম্যারেড আইটি সল্যুশন্স

 

বরাবর
টেকনিক্যাল সাপোর্ট টিম
জাস্ট ম্যারেড আইটি সল্যুশন্স

প্রসঙ্গ: ‘হাজব্যান্ড ১.০; সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে।

জনাব,
গত বছরই আমি ‘প্রেমিক ৫.০’ থেকে ‘স্বামী ১.০’-এ আপগ্রেডেড হয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে, ভুল হয়েছে। কারণ ফুল, চাইনিজ খাবার ও গয়নার অ্যাপ্লিকেশনগুলো এখন তেমন রান করে না। কিন্তু ‘প্রেমিক ৫.০’ প্রোগ্রামে যা না চাইতেই রান করত। ‘স্বামী ১.০’-এর পারফরম্যান্সে আমি হতাশ।

এ ছাড়াও ‘স্বামী ১.০’ বেশ কিছু প্রিয় প্রোগ্রামকে ডিজেবল করে ফেলেছে, যেমন, ‘ভালোবাসা-রোমান্স ৯.৯’ ‘গল্প ৮.০’। যেখানে নতুন কিছু অপ্রিয় প্রোগ্রাম ইনস্টল হয়েছে, যেমন, ‘আড্ডা ২.৫’ ও ‘খেলা ৩.০’। আমি যখনই ‘ঘর পরিস্কার ২.৬’ কমান্ড দিই, তখন সিস্টেম পুরোপুরি ক্রাশ করে আমি ‘স্বামী ১.০’ নিয়ে বেশ বিপদেই পড়েছি। রোজ রোজ ‘ঝগড়া ৫.৩’ চালাতে আর ভালো লাগে না ।।

অতএব, আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অনুগ্রহ করে জানাবেন আমি কী করতে পারি।

 

বিনীত নিবেদক
তানজিনা ইমতিয়াজ

 

উত্তর:

প্রিয় তানজিনা,
প্রথমেই বলে রাখা ভালো, প্রেমিক ৫,০' ছিল একটি বিনোদন প্যাকেজ্জ, কিন্তু স্বামী ১,৫' হলো পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম । আপনার সমস্যার কথা শুনে  আমাদের পরামর্শ হলো, মাঝেমধ্যেই ‘C :আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো' কমান্ডটি রান করবেন এবং সঙ্গে সঙ্গে ‘কন্না ৬.২' ইনস্টল করবেন। ‘স্বামী ১.০' তখন নিজে থেকেই ‘অনুতপ্ত ৩.৩' ও ‘ভালোবাসা ২.৭’ রান করবে বলে আশা করা যায় ।

সাবধানতা: C: কমান্ড ও ‘কান্না ৬.২' অতি ব্যবহার থেকে বিরত থাকবেন। এতে হিতে বিপরীত হতে পারে । তখন দেখা যাবে ‘স্বামী ১.০’ ব্যাকগ্রাউন্ডে কিছু প্রোগ্রাম রান করতে শুরু করেছে; যেমন- ‘চুপ থাকা ২.৫’, ও ‘মাদক ৬.২’। মনে রাখবেন অতিরিক্ত ‘মাদক ৬.২’ ব্যবহারে সিস্টেমে গোলযোগ দেখা দিতে পারে। সঙ্গে সাইড ইফেক্ট হিসেবে রাতে ‘উচ্চ নাক ডাকা .WMV’ ফাইল তৈরি হবে । কখনো শাশুড়ি ১.৫ বা আরেকটি প্রেমিক প্রোগ্রাম রান করার চেষ্টা করবেন না। এসব কারণে স্বামী ১.০ ব্যাকগ্রাউন্ডে প্রেমিকা ৯.২ রান করতে পারে, যা কিনা সিষ্টেমে ভয়াবহ ভাইরাস সঞ্চারণ করতে পারে।

অপারেট করতে পারলে স্বামী ১.১ খুবই চমৎকার একাটি প্রোগ্রাম। প্রোগ্রামের সর্বোচে পারফরম্যান্স পেতে। মাঝেমধ্যেই আপনি রুপচর্চা ৮.৩ মিষ্টিকথা ২.৭, রান্না ৬.৮ প্রোগ্রাম ইনষ্টল করতে পারেন। আশা করি এতে ভালো ফল পাবেন ।

 

ইতি
টেকনিক্যাল সাপোর্ট টিম
জাস্ট ম্যারেড আইটি সল্যুশন্স

১৮৪৪ পঠিত ... ১৭:০০, জানুয়ারি ৩০, ২০১৯

Top