একই রোগ নিয়ে নানান ডাক্তারের কাছে গেলে যেমন নানা রকম পরামর্শ পাওয়া যায়

২২৭৩ পঠিত ... ১৬:৫৫, জানুয়ারি ০৬, ২০১৯

ডাক্তারি পাশ করা তো একরকম মুনি-ঋষিদের ধ্যান করার মতোই সাধনার ব্যাপার। আর নানা মুনি যদি নানান মত দেয়, নানান ডাক্তারও যে নানান রকম মতামত দেবে তাই তো স্বাভাবিক! একই রোগ নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে গেলে, একেকজন একেক পরামর্শ দিতে পারেন। কেমন হতে পারে সেসব পরামর্শ?

 

অর্থোপেডিক সার্জন

হু। হাতে তো বেশ ভালোই ইনজুরি হয়েছে দেখছি। ব্যাপার না। সার্জারি লাগবে। লোকাল অ্যানেসথেশিয়া দিয়ে করতে হবে। তার আগে একটা এক্স-রে করিয়ে নিয়ে আসুন। সার্জারির পরে আরেকটা লাগবে। আর হ্যাঁ! ব্লাড গ্রুপ কী? ব্লাড ম্যানেজ করে রাখুন।


মেডিসিন স্পেশালিস্ট

হু। ইনজুরি দেখছি। ডেঞ্জারাস অবস্থা। কিন্তু এত অল্প ইনজুরিতে এত বেশি রক্তপাত হওয়ার তো কথা না। আমার তো ধারণা আপনার ক্লটিং সিস্টেমে ঝামেলা আছে। আপনার ফ্যামিলিতে আর এইরকম হয়েছে? ছোটবেলায় মুসলমানীর সময় ঝামেলা হয়েছে? আপনার মামার কোনো রোগ টোগ ছিলো? খুব টেনশনে ফেলে দিলেন। এখন তো মনে হচ্ছে আপনার ফ্যাক্টর ফাইভ লেইডেন সমস্যা আছে। ও মা! হাড্ডিও দেখি ভেঙ্গেছেন! এত অল্প আঘাতে ফ্র্যাকচার! অসটিওজেনেসিস ইমপারফেক্টা না তো? মনে তো হচ্ছে।

 

কার্ডিওলোজিস্ট

এই ঘটনা ঘটালেন কীভাবে? সেই কবে হাতে ইনজুরি হয়েছে আর এসেছেন আজকে! এর মধ্যে হাতের ইনফেকশন গেছে ব্লাডে। ব্লাড থেকে গেছে হার্টে। এই তো কতো সুন্দর একটা 'মারমার' শুনা যাচ্ছে। ইশ রে! আপনার তো ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস হয়ে বসে আছে এখন। আরে ধুর বাদ দেন হাত, হার্ট না বাঁচলে হাত দিয়ে করবেনটা কী? কিছু পরীক্ষানিরীক্ষা করেন। তারপর দেখি কী করা যায়।

 

সাইকিয়াট্রিস্ট

দেখুন! আপনার যেটা হয়েছে, সেটা হলো ডিলিউশন। আপনার হাতে কোনো ইনজুরি নেই। কোনো ব্লিডিং নেই। সব আপনার কল্পনা। আচ্ছা! শৈশবে এই হাত নিয়ে আপনার ভয়ংকর কোনো স্মৃতি আছে? নিশ্চয়ই আছে। ট্রাই টু রিমেম্বার ইয়ং ম্যান! এই এইজে এসব সমস্যা বাধিয়ে বসে আছেন। খুব বেশি ফ্যান্টাসিতে ভোগেন। রাইট? ব্যাপার না। কয়েকটা কাউনসেলিং দরকার আপনার। দ্যান এভরিথিং উইল বি ওকে।

গাইনোকোলজিস্ট

বুঝলাম, নিউলি ম্যারিড কাপল। কামড়াকামড়ি হতেই পারে। কিন্তু হাতে কামড় দিল কেন? হোয়াই? কী সাংঘাতিক! নেক্সট টাইম বি কেয়ারফুল ডিউরিং কামড়াকামড়ি। বেস্ট অব লাক।

 

প্রফেসর অব প্রিভেন্টিভ মেডিসিন

দেখুন! এই যে আপনার হাতে ইনজুরি হলো এটা কিন্তু আমাদের সামাজিক অসচেতনতার একটা এক্জাম্পল মাত্র। কমিউনিটির প্রতিটা স্তরে প্রমোটিভ প্রিভেন্টিভ কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলেটিভ কেয়ার যদি এনসিউর করা যায়, অনলি দ্যান আমরা এ রকম দুর্ঘটনা এড়াতে পারব। যা-ই হোক, ইনজুরি যখন হয়েই গেছে তা হলে আমরা এখন কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটিভ ব্যাপার নিয়ে ডিল করব। ওকে! লেটস স্টার্ট। তার আগে বলে নিই, আপনি যদি আজ কাঁচা ল্যাট্রিন ইউজ না করে স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতেন, তা হলে এ দুর্ঘটনা এড়ানো যেত। রাইট? এ জন্য প্রাইমারি লেভেলে আমাদের স্যানিটারি ল্যাট্রিন বিষয়ে জ্ঞান পৌঁছে দিতে হবে।


ফরেনসিক স্পেশালিস্ট

হাতে ইনজুরি? বলেন কী! হাতের কাজ তো সবাই করে! কিন্তু এটা করতে গিয়ে ইনজুরি করে ফেললেন কীভাবে? ভেরি ইন্টারেস্টিং। ভেরি ভেরি ইন্টারেস্টিং। কীভাবে ঘটালেন জিনিসটা? কাইন্ডলি আমার স্টুডেন্টদের সামনে কাজটা আরেকবার করতে পারবেন?

২২৭৩ পঠিত ... ১৬:৫৫, জানুয়ারি ০৬, ২০১৯

Top