গুগলের এই মজার সার্চ হোমপেজগুলো এখনো খুঁজে পেয়েছেন কি?

৩৬২৮ পঠিত ... ২০:১৮, সেপ্টেম্বর ২৭, ২০১৮

গুগল, আমরা যারা নিয়মিত অন্তর্জালের জগতে বিচারণ করি তাদের কাছে তো বটেই, এমনকি যারা কদাচিৎ অন্তর্জালের জগতে আনাগোনা করেন তাদের কাছেও পরিচিত একটি নাম। আমরা ‘মানব জীবনে বিজ্ঞান’ রচনা লিখে কাটিয়েছি এখন সময় এসেছে ‘মানব জীবনে গুগল’ রচনা লেখার। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ল্যারি পেজ ও সার্জে ব্রিনের হাতে ‘ব্যাকরাব’ নামে সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু করে, যা পরবর্তী সময়ে ‘গুগল’ নামে পরিবর্তিত হয়।  কিন্তু গুগলে সার্চ করে কোন কিছু খোঁজা ছাড়াও আরো বেশ কিছু মজার ফিচার ও সাইট রয়েছে সেগুলোর কথা আমরা কতজনই বা জানি? আসুন দেখে নেই গুগলের সেই মজার ফিচার আর সাইট গুলো দেখে আসি।

১# আমাদের প্রতেক্যের নিজের নামে একটি সার্চ ইঞ্জিন থাকলে কেমন হত বলুন তো? সেই সুযোগ অবশ্য গুগল রেখেছে। আপনি চাইলে নিজের নামের ইঞ্জিনে নিজেই সার্চ করতে পারবেন। নামের সার্চ ইঞ্জিন দেখতে ক্লিক করুন এখানে।


২# ধরুন গুগলের হোমপেজে গ্রাভিটি কাজ করে, তাহলে গুগলের হোমপেজ কেমন হত ভাবতে পারছেন? গুগলের প্রোগ্রামার কিন্তু ঠিকই ভেবে ফেলেছেন। তৈরী করে ফেলেছেন গ্রাভিটি কাজ করা গুগলের হোম পেজ। গ্রাভিটি যুক্ত গুগলের হোমপেজ দেখতে ক্লিক করুন এখানে।

 

 

৩# শুধু গ্রাভিটি সহ গুগলের হোমপেজ থাকলেই হবে? পানিতেও থাকতে হবে। পানির নিচের গুগলের হোমপেজ দেখতে ক্লিক করুন এখানে।

 

৪# আচ্ছা গুগলে সার্চ করতে গিয়ে কখনো মাথা ঘুরিয়েছিল কি? না ঘুরালে গুগলের এই হোমপেজে সার্চ করতে গেলে আপনার মাথা ঘুরাবেই। দেখতে চান? তাহলে ক্লিক করুন এখানে।

 

৫# কে জানে, বাংলা সিনেমার বিখ্যাত গান 'আয়নাতে ওই মুখ দেখবে যখন' থেকে অনুপ্রাণিত হয়েই 'আয়নাতে ওই গুগল দেখবে যখন' বানিয়েছে। না হলে কেন গুগল নিজের হোমপেজের 'মিরর' বানাতে যাবে? গুগলের মিরর ভার্শন দেখুন এখানে।

 

৬# গান গাইতে ইচ্ছা করছে কিংবা গিটারে আনমনে টুংটাং করতে ইচ্ছা করছে, কিন্তু গিটার নেই হাতের কাছে? চিন্তার কিছু নেই গুগলে সার্চ করতে করতে আপনি গিটারও বাজাতে পারবেন। সাথে আপনার গিটারে সাউন্ড রেকর্ড করতেও পারবেন। গিটার বাজাতে ক্লিক করুন এখানে।

৭# জিপারের মতো করে গুগলকে খুলতে চান? তাহলে এখানে ক্লিক  করুন।

৮# বিরক্তিকর সময় গুলোতে কিছু করবার খুঁজে পান না? কিংবা স্টিকম্যান আঁকতে চান? আপনার আঁকা স্টিকম্যান অ্যানিমেশন হয়ে কোন গল্প রুপান্তিরিত হলে কেমন হত? গুগলের মজার এই সাইটে চাইলে আপনার বিরক্তিকর সময়গুলে কাটাতে পারবেন অনায়াসে। দেখতে ক্লিক করুন।

৩৬২৮ পঠিত ... ২০:১৮, সেপ্টেম্বর ২৭, ২০১৮

Top