‘আপনি মোটা হয়ে গেছেন’ কথাটা আপনাকে আরও যেভাবে ঘুরিয়ে বলা হতে পারে

৪২৩৩ পঠিত ... ২২:২২, অক্টোবর ২৫, ২০১৭

কোনো বন্ধু, আত্মীয় কিংবা পরিচিত কারো সঙ্গে দেখা হলে আমাদের প্রথম প্রতিক্রিয়াই থাকে সে কি আরও শুকিয়েছে নাকি মোটা হয়েছে (অথবা, স্বাস্থ্য ভালো হয়েছে বলাটা ভালো :3) এই সম্পর্কিত। আগের থেকে স্বাস্থ্য খারাপ হলে বিশেষ কিছু শুনতে হয় না, তবে যদি মোটা হন অর্থাৎ স্বাস্থ্য ভালো হয়, এই কথাটি আপনাকে সরাসরি না বলা হলেও ঘুরিয়ে অথবা একটু ‘ভদ্রভাবে’ অবশ্যই বলা হবে। কী কী উপায়ে সেটা বলা হতে পারে, তা নিয়েই গবেষণা চালিয়েছে eআরকি।

৪২৩৩ পঠিত ... ২২:২২, অক্টোবর ২৫, ২০১৭

Top