বাস্তব জীবনে পাওয়া যে সব মেসেজ মেসেঞ্জারে আসলে সোজা স্প্যাম ফোল্ডারে চলে যেতো

২০৩১ পঠিত ... ২০:২৯, সেপ্টেম্বর ২৭, ২০১৭

ফেসবুকে বিরক্তিকর কিংবা 'আকাইম্মা' মেসেজ (অথবা মেসেজ যদি পুরান প্রেমিক বা প্রেমিকা পাঠিয়ে থাকে!) আমরা মাঝেমাঝে সিন করে রেখে দিই, মাঝে মাঝে সিনও করি না। তার চেয়েও বাজে মেসেজগুলো চলে যায় স্প্যাম ফোল্ডারে। বাস্তব জীবনে অহরহ পাওয়া কোন মেসেজগুলো মেসেঞ্জারে আসলে তা সরাসরি চলে যেত স্প্যাম ফোল্ডারে, চলুন দেখে নিই।

বাড়িওয়ালা
সামনের মাস থেকে ঠিক করেছি ভাড়া পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেবো। আর সারাদিনে পানি মাত্র একবার চালু করা হবে, পানি তো আমি নায়াগ্রা জলপ্রপাত থেকে পাই না! আর অহেতুক ছাদে যাওয়া যাবে না। রাতে তো যাওয়াই যাবে না। রাত দশটার পর গেইট তালা দেওয়া হবে। কেউ রাত দশটার মধ্যে না আসলে আসার দরকার নাই!

পাশের বাসার আন্টি
ভাবী শুনছেন? আপনার ছেলে কে দেখলাম কাল চায়ের দোকানে বসে কতগুলো আজে বাজে ছেলের সঙ্গে বসে সিগারেট খাচ্ছে। এখনো সময় আছে সর্তক হোন, নাহলে দুতলা ফ্লাটের ভাবীর ছেলেটার মতো অবস্থা হবে। আমার কথা তো ওই ভাবীও শোনে নাই, এখন কী যে অবস্থা! আপনার মেয়েকেও দেখলাম পাড়ার আক্কাসের সঙ্গে বাসার নিচে কতক্ষণ ধরে কথা বললো সেদিন! আমার অবশ্য কে কী করছে কার সাথে করছে ওসবে তেমন আগ্রহ নেই। যাই হোক, ভালো খবর দিই... আমার ভাসুরের চাচাতো ভাইয়ের ছেলেটা ঢাকা মেডিকেলে কম্পিউটার সাইন্সে চান্স পেয়েছে... মাশাল্লাহ, কী যে ভদ্র ছেলে ভাবী...

মেসের বুয়া
মামা এইসব কি বাজার করছুইন? এত ছোড ছোড মাছ তো আমি আমার চৌদ্দ গুষ্ঠির লাইফে কহনো দেহি নাই। আর কামই করুম না আপনাদের এইহেনে...

বাবা
তুই জাস্ট একটা গাধা! আমার কলিগ করিম সাহেবের ছেলে এত বড় বেতনের চাকরি করে... আর তুই? চাকরির জন্য ঘুরে ঘুরে যেভাবে অ্যাপেক্স আর বাটার স্যান্ডেল ক্ষয় করছিস, ওই স্যান্ডেল কেনার টাকা দিতে দিতেই তো ফতুর হয়ে গেলাম...

প্রেমিকা
তুমি নাকি রাতে কারো সাথে কথা বলো না?  ফেসবুকে বাই বলার পর অনলাইন দেখলাম পাঁচটা পর্যন্ত! বুঝলাম ওয়াইফাই অন ছিল, কিন্তু রাত তিনটার সময় ফোন বিজি ছিল কেন? কী,  ভাবছো আমি কিছু বুঝি না? মারিয়ার সাথে তোমার কী, হ্যাঁ? প্রতিটা ছবিতে দেখি লাভ দিয়ে রাখো...

ক্লাস টিচার
প্রতি ক্লাসেই তো লেট করে ঢোকো!

সিএনজিওয়ালা
মামা, আজকে বৃষ্টি বাদলার দিন, মিটারে যা আসে তার চেয়ে ১০০ টাকা বাড়ায় দিয়েন! ক্যাশে না, পেমেন্টটা চেকে দিয়েন...

মন্ত্রী
এমন কোনো বড় দুর্ঘটনা ঘটে নি, চব্বিশ ঘন্টার মধ্যে...

২০৩১ পঠিত ... ২০:২৯, সেপ্টেম্বর ২৭, ২০১৭

Top