'অভিকর্ষজ বল' বলে কিছু না থাকলে যা কিছু হতে পারতো

১৮৪৪ পঠিত ... ১৯:৫৪, সেপ্টেম্বর ২৩, ২০১৭

অভিকর্ষজ বল! যে কোনো কিছু যে বলের কারণে হাওয়ায় না ভেসে মাটিতে পড়ে! নিউটন সাহেবের মাথায় ঠাস করে একখান আপেল পড়লো, আর তিনি এই থিওরি আবিষ্কার করে ফেললেন! কিন্তু ভাবুন তো, যদি অভিকর্ষ বল বলে কিছু না থাকতো। কী কী হতে পারতো, শূণ্যে ভেসে তাই ভেবেছে eআরকির বিজ্ঞান গবেষক দল!

১. মাউন্ট এভারেস্টে ওঠার জন্যে এত প্রতিযোগিতা থাকত না, যে কেউ ইচ্ছা করলেই এভারেস্ট চূড়ায় উঠে যেতে পারতো।

২. রুপাঞ্জেল-এর চুল বেয়ে রাজপুত্রকে উঠে আসতে হতো না, ভেসে ভেসেই ওপরে উঠতে পারতো। এতে রুপাঞ্জেল-এর চুলের গোড়া থাকতো আরও শক্ত, আরও মজবুত।

৩. কষ্ট করে রিকশাওয়ালা কিংবা ট্যাক্সি সিএনজি ড্রাইভারদের তেল মারতে হতো না। নিজে নিজে ফ্রি-তেই উড়ে যেতে পারতেন যে কোনো জায়গায়!

৪. কাক ইচ্ছে করলেই আর কোকিলকে নিজের বাসায় ডিম পাড়ার অপবাদ (যদিও সত্যি!) দিতে পারতো না। কোকিল হাওয়ার মধ্যেই ডিম পাড়তে পাড়তো, কাকের বাসায় ডিম পাড়ার দরকারটা কী!

৫. বারবার পরীক্ষার খাতায় অভিকর্ষজ ত্বরণের মান ভুল করে শিক্ষকের হাতে মার খেতে হতো না...

৬. শুধু ডেস্পিকেবল মি-এর গ্রু নয়, যে কেউই ইচ্ছা করলে চাঁদ চুরি করতে পারতো। প্রেমিকার জন্য আসলেই আকাশের চাঁদ নিয়ে চলে আসা যেত!

৭. সমাবর্তনে কেউ আর টুপি ওড়াতে সাহস করতো না। কারণ একবার টুপি ওড়ালে সেটা আর ফিরে আসতো কি না, সেই গ্যারান্টি কে দেবে...

৮. অনন্ত জলিলকে শ্যুটিং-এর জন্যে কষ্ট করে আর হেলিকপ্টারে চড়ে তিড়িং বিড়িং ফাইট করতে হতো না, স্পেশাল থ্রিডি প্রযুক্তিও ব্যবহার করতে হতো না। সিনেমার বাজেট কমে আসতো...

৯. রোমিও কে মই বেয়ে বেয়ে উঠে কষ্ট করে জুলিয়েটকে প্রোপোজ করতে হতো না... উড়ে গেলেই হতো... 

১০. এবং, নিউটনের আপেলটা আর মাটিতে পড়তো না। সৃষ্টি হতো না ফিজিক্স এর জ্বালাময়ী সূত্রগুলো...

ডিজাইন: মুবতাসিম আলভী

১৮৪৪ পঠিত ... ১৯:৫৪, সেপ্টেম্বর ২৩, ২০১৭

Top