রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা যদি পাশের বাসার ভাবীদের মতো ইদের শপিং নিয়ে আলাপ করতো

২৫২০ পঠিত ... ১৩:৩৮, সেপ্টেম্বর ০১, ২০১৭

ইদ তা হোক রোজার অথবা কোরবানির, শপিং তো করতেই হয়। পাঞ্জাবি না কিনলে জামা, জামা না কিনলে জুতা, জুতা না কিনলে মোজা আর কিছুই না কিনলে সেমাই হলেও তো কেনা লাগবেই! কেনাকাটা অবশ্য তারাও করেন, মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোও। কিন্তু তাদের কেনাকাটাটা যে অন্যরকম, এতে নিশ্চয়ই আমাদের কারো কোনো সন্দেহ নেই। কিন্তু ভাবুন, যদি রিয়াল-বার্সার এইসব কেনাবেচা হতো ইদ শপিং-এর মতো, তারা যদি এসব নিয়ে গল্প করতেন আমাদের ভাবীদের মতো, কেমন হতো? ভাবার চেষ্টা করেছে এবার ইদে কিছুই না কিনতে পারা eআরকির ফুটবল গবেষক দল!

বার্সেলোনা: ভাবী, কী খবর? ক’দিন ধরে খুব ফর্মে আছেন দেখি? জিদান ভাইয়ের বোধহয় দিনকাল খুব ভালো যাচ্ছে, না?

রিয়াল মাদ্রিদ: আর বলবেন না ভাবী। ও তো এমনই, একরোখা মতো। এই ঠান্ডা এই গরম, এই কী সুন্দর নিজের গোলের দিকে এগিয়ে যাচ্ছে, এই আবার কাকে দিয়ে বসলো ঢুস, ওকে দিয়ে কি আর ভরসা আছে!

বার্সা: ওসব ছাড়ুন, ঈদে কী কিনলেন বলুন তো?

রিয়াল: তেমন কিছু আর কই কিনলাম। আপনার ভাই সেই যে কত বছর আগে এক ইদে রোনালদোকে কিনলো, ওই তো বছরের পর বছর চালিয়ে নিচ্ছে। এইতো, অ্যাটলেটিকো প্লাজা আর রিয়াল বেটিস শপিং মল থেকে দুজন প্লেয়ার কিনলাম, আর কিছু না। রোনালদো, বেনজেমা, অ্যাসেনসিওরা আছে, ওতেই দিব্যি আরও দুই ইদ কেটে যাবে। কিন্তু আপনারা এটা কী করলেন বলেন তো!

বার্সা: কোনটা বলুন তো ভাবী?

রিয়াল: এই যে, ইদ সামনে করে কিছু কিনবেন, তা না, বরং নেইমারটাকে এত টাকা দিয়ে বেচে দিলেন! আমি আসলে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না...

বার্সা: ইয়ে (বিব্রত), না মানে, আসলে ইদে বেশ শপিং করার ইচ্ছে ছিল। তাই ভাবলাম আগের ইদের পুরোনো প্লেয়ার বেঁচে নতুন আরো কয়েকটা কিনি। তা আর কেনা হলো কই! ডি মারিয়াকে কেনার কথা ভাবছিলাম, কী করি বলেন, আমাদের কি আর সেই কপাল আছে! ওর যা ডিমান্ড। বড়লোক হলে মানুষের দাম এমনি বাড়ে...

রিয়াল: আর মেসি ভাইও যে ব্যস্ত থাকে...

বার্সা: আর বইলেন না ভাবী, বাছাইপর্বের ম্যাচ, কর ফাঁকি মামলার হাজিরা, ওর অত ফুরসত কোথায় যে কেনাকাটা করবে? আরেকটু হলে তো ও নিজেই বিক্রি হয়ে যাচ্ছিল...

রিয়াল: হা হা হা... উফ আপনিও যা বলেন না ভাবী! রোনালদোটা কিন্তু এদিক থেকে খুব ভালো ছেলে। মরিনহো খাটাশটা গত ইদ থেকে ওকে ম্যান ইউতে কেনার জন্য টানছে। নাহ, সে দলের জন্য জান কোরবান করে দেবে, তাও যাবে না!

বার্সা: হ্যাঁ, ওর মতো সোনার টুকরো ছেলে ঘরে থাকলে কি আর ইদে কেনাকাটা লাগে ভাবী!

রিয়াল: তবু ভাবী, ইদে কিছু কিনতে পারতেন। জানি এখন আপনাদের অভাবের সংসার, কিন্তু আমরা আপনার প্রতিবেশি, দুঃখ কষ্টের দিনে আমরাও যদি চুপ থাকি কী করে হয় বলুন, কথা তো চলেই আসে... ইয়ে, বেনজেমাকে যদি খেলানো লাগে বলবেন, ধারে খেলবে, খেলুক নাহয়। পরে শোধ দিয়ে দিলেন!

বার্সা: ভাবী, বেনজেমা এল ক্লাসিকোতে আমাদের দলে খেললে তো আপনাদের ইদ! বুঝি বুঝি, ওকে কিনতে হলে তো এই ইদে হিগুয়েইনকেই কিনতাম, গোল মিসের পায়েশ সেমাই সব রেঁধে খাওয়াতো। ওকে আপনারাই রাখুন, তাছাড়া জানেন তো, আমরা পারলে ধার দিই নিই না। বাবুর আব্বু না খেলে মরবে তাও কারো কাছ থেকে ধার দেনা নিবে না...

রিয়াল: না না ভাবী, ওসব ভেবে তো আর বলি নি। কিন্তু জানেন, ওই পাশের ফ্রেঞ্চ পাড়ার পিএসজি ভাবীকে দেখে আর ভাল্লাগছে না। ইদে এত টাকা দিয়ে নেইমারটাকে কিনলো, ভাবসাবই আলাদা। এসব ভাব দেখে রাগ হয় না বলেন...

বার্সা: (মনে মনে) কাটা ঘায়ে নুনের ছিটা না দিলে আর হয় না বুঝি!

রিয়াল: আচ্ছা ভাবী, আসি আজকে তাহলে। ইদের মধ্যে আসবেন কিন্তু। কেনাকাটা বিশেষ করি না করি, গোল অবশ্যই নিজ পায়ে রেঁধে খাওয়াবো...

বার্সা: আচ্ছা ভাবী। সুযোগ পেলে বার্নাব্যুতেও আসবেন। মেসিটা আবার আপনাদের এক বেলা পেট ভরে খাওয়াতে মুখিয়ে আছে... আপনাদের না খাওয়ালে আর কিসের ইদ...  

২৫২০ পঠিত ... ১৩:৩৮, সেপ্টেম্বর ০১, ২০১৭

Top