গরু দৌড়ে পালানো রোধে কী করবেন?

১৬৩৭ পঠিত ... ০৯:৫৯, সেপ্টেম্বর ০১, ২০১৭

ইদে গরু কেনা যেমন আনন্দময়, সাধের গরুটি হাঁটিয়ে নিজ গৃহ পর্যন্ত নিয়ে যাওয়াতেও আছে একরকম থ্রিল! কিন্তু এই থ্রিল মাঝেমধ্যেই মাত্রা ছাড়িয়ে যায়, যখন আপনার শান্তশিষ্ট লেজবিশিষ্ট গরুটি কারণে অকারণে ভোঁ-দৌড় (নাকি গো-দৌড়?) দিয়ে বসে। হাম্বা হাম্বা গর্জনে সে হয়তো বলতে চায়, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না...!' কিন্তু গরু যাই বলুক, ফেরাতে তো তাকে হবেই। গরু নিয়ে যখন খুশিমনে বাড়ি ফিরছেন, গরু সকল বাঁধ ভেঙ্গে যখন দৌড় দিয়ে বসবে, কী করবেন? কী করে খুঁজে পাবেন সাধের গরুটি? ব্যাপক ধরণের গরু খুঁজে মানে গবেষণা করে বেশ কিছু উপায় আবিষ্কার করেছে eআরকির ইস্পেশাল গরু খোঁজা টিম।

মেটাল ডিটেক্টর : কথায় আছে- প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই গরু কেনার পরেই গরুর মাথায় মেটাল বেঁধে দিন। এরপর গরু দৌড় দিলে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজে বের করুন।

জিপিএস : গরুর শিং- এর ভেতর জিপিএস ডিভাইস লাগিয়ে দিন। এরপর গরু যেখানেই যাক আপনি তাকে খুঁজে পাবেন আপনার স্মার্টফোনের মাধ্যমেই, গরু থাকবে একদম আপনার হাতের মুঠোয়, মুঠোফোনেই!

হলিউড স্টাইল : এই পদ্ধতি ব্যবহার করার জন্য আপনাকে একটি হেলিকপ্টার কিনতে হবে। গরু হারালেই হলিউডের মুভির মত হেলিকপ্টার নিয়ে আকাশে টহল দিতে শুরু করুন। পালিয়ে ব্যাটা যাবে কোথায়!

চুম্বক পদ্ধতি : গরুর পেটে ছোট্ট একটা অপারেশন করে শক্তিশালী চুম্বক বসিয়ে দিন। এবার চুম্বক দিয়েই খুঁজে বের করুন হারানো গরু। এই পদ্ধতি সম্পর্কে কনফিউশন থাকলে টম এন্ড জেরির কিছু এই রিলেটেড পর্ব দেখে নিন, কী করে টমকে ঘোড়ার খুর সাইজের চুম্বক খাইয়ে দিয়ে জেরি ডিটেক্ট করে ফেলে…

জ্যাম বেশি এমন রাস্তায় গরু হাঁটিয়ে নিন : জ্যাম কম এমন রাস্তায় দিয়ে গরু নিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না! এমন রাস্তা ব্যাবহার করুন যেখানে প্রচন্ড জ্যাম থাকে সব সময়।এমন জ্যামে গরু কী, বাইক কিংবা সাইকেল ঢোকার বা নড়ন চড়নেরও অবস্থা নেই! গরু দৌড় দিলে চিন্তার কিছু নেই, যাবেটা কোথায়! ঢাকার কঠিন জ্যামের ফাঁকে গরুর দড়িও ঢুকবে না, আপনি হেঁটে হেঁটেই গরু ধরে ফেলতে পারবেন।

মোটিভেশন : গরুকে কেনার পরেই আপনার বাসায় যাওয়ার জন্য মোটিভেশন দিতে থাকুন। এরপর গরু যতই পালাক, ঠিকই সে আপনার বাসায় চলে যাবে। পালাতে গেলেই দড়িতে হ্যাঁচকা তান মেরে বলুন, ‘দ্যাটস আ রং মুভ, দ্য কাউ!’

জাহাজ পদ্ধতি : গরুর দড়িতে নোঙর বেঁধে দিন। দৌড় মারলে কোন এক যায়গায় নোঙর বেঁধে যাবে। তখন কোথায় যাবে বাপধন!

লাল কাপড় : পকেটে লাল রঙ এর কাপড় রাখুন। গরু দৌড় দিলে তাকে ওয়েস্টার্ন কাউবয় খেলাগুলোর মতো হাঁকডাক দিয়ে লাল কাপড় নাড়িয়ে চাড়িয়ে দেখান। তখন দেখবেন- কত গোবরে কত সার! তবে এ ক্ষেত্রে নিজের দৌড়ে পালানোর রাস্তাটিও ভেবে রাখবেন!

গরুর গাড়ি : সব চেয়ে ভাল হয় গরুর গাড়ি বানিয়ে কেনা 'গরু'টি নিয়ে আসলে। ফলে গরু দৌড় দিলে আপনার গাড়ি জোরে চলবে। বাসায় তাড়াতাড়ি পৌছাবেন। গরু হারানোরও ভয় থাকলো না।

গরুকে পেট খারাপের ওষুধ খাওয়ান : যাত্রার শুরুর আগেই গরুকে পেট খারাপের ওষুধ খাওয়াতে হবে। এতে করে গরু যেমন আগাবে, আগাবে তার গোবর, মানে একদম ডাইরেক্ট লাইন হতে হবে আর কি। যেন গরু দৌড় দিলেও সঙ্গে গোবরের মার্ক রেখে এগোতে থাকে, আর সেই গোবর অনুসরণ করেই আপনি পেয়ে যান আপনার প্রিয় গরুটি!

ব্যর্থ প্রেমিক পদ্ধতি : এই পদ্ধতিটা একটু রিস্কি। গরু দৌড় দিলে ওকে যেতে দিন। যদি ও সত্যিই আপনার হয়ে থাকে, তাহলে ফিরে আসবে। এই ভরসার নামই প্রেম। হাজারো প্রেমিক এই সান্ত্বনা নিয়েই যখন বেঁচে আছে, গরুর মালিকের বাঁচতে ক্ষতি কী! তবে ইয়ে, ‘গরু কি প্রেম বোঝে?’, এমন প্রশ্ন করে নিজেকে গরু প্রমাণিত করবেন না।

১৬৩৭ পঠিত ... ০৯:৫৯, সেপ্টেম্বর ০১, ২০১৭

Top