গরুর হাটে না গেলে জীবনের যে ১২টি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি পাবেন না

১২৮৭ পঠিত ... ১৯:৫০, জুলাই ২৭, ২০২০

করোনার এই সময়ে কোরবানির গরুর হাটে না যাওয়াটাই ভালো সিদ্ধান্ত হবে। তবে গরুর হাটে যারা কখনোই যাননি, তারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। গরুর হাট যে শুধু গরু কেনাবেচারই জায়গা, এমনটা না। এখানে একবার গিয়ে ঘুরে আসলেই আপনি জীবনের অনেক ধরনের উপলব্ধি খুঁজে পাবেন। হাটে না যাওয়ার এই কোরবানির ঈদে পুরোনো দিনের হাটভ্রমণের স্মৃতিচারণ করতে করতে শিক্ষণীয় সেসব বিষয় খুঁজে বের করেছেন eআরকির গরুর হাট ফিলোসফাররা।

১# বাংলাদেশে কোন কিছুর দাম বাড়লে আর কমে না, হাজার বছর ধরে ধারণ করা এই শিক্ষা ভুল প্রমাণিত হবে। আপনার সামনেই লাখ টাকা বলেও কিনতে না পারা গরু আপনাকে ৮০ হাজারেও দিয়ে দিবে।

২# সিঙ্গেল থাকা ক্রাশের দিকে হাত বাড়িয়ে দিলেই প্রতিদ্বন্দ্বী বেড়ে যায়- পছন্দ হওয়া গরুর দরদাম করতে গেলে একই গরুর জন্য আরো ৮-১০ প্রার্থী আবিষ্কার করে ভ্যাবাচ্যাকা খাওয়ার পর এই শিক্ষাটাও আপনি পেয়ে যাবেন।

৩# যেখানে অপশন বেশি সেখানে কনফিউশনও বেশি- শত শত সুন্দর গরুর মাঝ থেকে গরু পছন্দ করা নিয়ে কনফিউশন পড়ে পাবেন এই শিক্ষাও।

৪# হোচট খেয়ে পড়ে থাকলে বোনাস হিসেবে পাড়া খাবেন, উঠে দাঁড়াতে গেলে আঁছাড় খাবেন- গরুর হাঁটে দ্বিতীয়বার আছাড় খেতে খেতে পাবেন জীবনের এমন গুরুতর শিক্ষাও।

৫# কাঙ্ক্ষিত স্বপ্ন হাতছাড়া হলে তার পেঁছনে প্রাণপণে ছুটতে পারলে ধরতে পারবেন আবারো- দঁড়ি ছিড়ে অনিশ্চিত গন্তব্যে যাত্রা করা গরুর পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে পাওয়া এই শিক্ষা আপনাকে ডেল কার্নেগীও দিতে পারবে না।

৬# নিজের সামর্থ্য নিয়ে মোটিভেশনাল স্পিকারের না, আপনার ধারণাই সম্পূর্ণ ঠিক- গরু নিয়ে মাঝপথে এসে গরুকে ছোটভাইয়ের হাতে তুলে দিয়ে গাড়িতে উঠে যাওয়া আপনি বুঝতে পারবেন এমন ধ্রুব সত্য।

৭# চোখে চোখে তাকালে প্রেম হয়ে যায় না, মাঝে মাঝে পাটকেল খেতে হয়- গরুর চোখের দিকে তাকিয়ে ঢুশ খেতে গিয়ে আছাড় খেয়ে পাবেন এই শিক্ষা।

৮# গরুর ডাক 'হাম্বা'- টেক্সট বইয়ের এই তথ্য যে ভুয়া, এই শিক্ষাটা কোনো স্কুলে পাবেন না, পাবেন শুধু গরুর হাটেই।

৯# সাবধানেরও মাইর আছে- শত সাবধান থাকার পরও আচমকা গরুর লাথি, আছাড় খাওয়ার পর এই শিক্ষাটা আপনি কেবল গরুর হাটেই পাবেন।

১০# 'এই গরু আইলো...' কথাটা মানুষ শুধু গরু আসলেই বলে না, রাস্তা পরিষ্কার করার জন্যও বলে।

১১# গরুর পাছায় থাপ্পড় না দিয়ে আপনি দামাদামি করলে, সে গরু আপনি কিনতে পারবেন না। এই শিক্ষা গরুর হাটে না গেলে সম্ভবই না।

১২# গরু একটি গৃহপালিত শান্ত স্বভাবের প্রাণী- ছোটবেলায় গরুর রচনার এই লাইনটা যে লিখছে সে যে কখনো গরুর হাটে যায়নি, হাটে গেলে এই হিডেন ট্রুথ আপনি অবশ্যই আবিষ্কার করতে পারবেন।

১২৮৭ পঠিত ... ১৯:৫০, জুলাই ২৭, ২০২০

Top