এখন আর কেউ আমাকে পেনালদো বলতে পারবে না : ক্রিশ্চিয়ানো রোনালদো

৯৯৭ পঠিত ... ১৪:২২, জুন ২৬, ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ! সেই ম্যাচে পেয়ে গেলাম আমার সেই চির আকাঙ্ক্ষিত বস্তু, ইয়ে মানে সব ফুটবলারের কাছেই যা চির আকাঙ্ক্ষিত- পেনাল্টি! পেনাল্টি নেয়ার সময় আমি কোনো রিস্ক নেই না! গোল হোক না হোক, আমার পেনাল্টি ঠিকঠাক হবেই! পেনাল্টিটা ঠিকঠাক দিতে পারি বলেই তো ঈর্ষাকাতর হেটাররা আমাকে দিয়েছে এক অদ্ভুত নাম- পেনালদো!

এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি শুধুমাত্র একজন ভীনগ্রহের খেলোয়াড়ই মিস করতে পারে! আমি ভীনগ্রহের খেলোয়াড় কখনোই হতে চাইনি। রিয়াল মাদ্রিদে খেলে আমি নিজে দেখেছি, আমার রিয়াল সতীর্থ ওজিল ছেলেটা একটু ভীনগ্রহের লোক টাইপ দেখতে বলে ওকে মেয়েরা কীভাবে টিজ করে।

অনেকেই আমাকে লিওনেল রোনালদো, ক্রিশ্চিয়ানো মেসি বা ক্রিশ্চিয়ানো মিসি বলেও ট্রল করেছেন। কিন্তু এসব কোনো ব্যাপার না। আর যাই হোক, এবার অন্তত কেউ আমাকে ওই বিদঘুটে নামে, মানে পেনালদো বলে ডাকতে পারবে না। আমিও পেনাল্টি মিস করতে পারি। আমি আমার ভক্তদের বলতে চাই, গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এজন্য অনেক সাহস প্রয়োজন, প্রয়োজন অনেক আত্মবিশ্বাসের! আমি দেখিয়েছি, পেনাল্টি মিস করেও আমরা বিশ্বকাপে থাকতে পারি! আসলে সেটা নিশ্চিত করতেই কাজটা শেষ ম্যাচে করেছি, যদিও এটা বলাই বাহুল্য! ড্র করে হলেও, একটা পেনাল্টি আমি মিস করতেই চেয়েছিলাম!

আমার ভক্ত এবং হেটার, যারা আমার এন্টি-ড্যানড্রাফের বিজ্ঞাপন দেখেছে তারা সবাই একটি বিষয় জানে, মাথায় খুশকি এবং পেনাল্টি মিস করার অভ্যাস, কোনোটাই আমার নেই। খুশকি যদিও আমার মাথায় এখনো নেই, তবে পেনাল্টি মিসটা হয়ে গেছে। আর যাই হোক, কেউ আমাকে এখন আর পেনালদো ডাকতে পারবে না। পেনাল্টি মিস করার পর অনেকেই যারা আমাকে পেনালদো বলে ট্রল করতেন, আবারো রোনালদো ডাকতে শুরু করেছেন। এক ম্যাচ ড্র হলে হোক, নাম ফেরত পেয়েই আমি খুশি!

পেনাল্টি মিস করলে ট্রল হবেই। ভীনগ্রহের ফুটবলারকে নিয়েও হয়েছে। আর্জেন্টিনা আর বার্সা ফ্যানদের এই বিশ্বকাপে এখনো পর্যন্ত হয়তো আমার পেনাল্টি মিসটাই সবচেয়ে বড় অর্জন! কিন্তু আপাতত ওসব নিয়ে ভাবছি না। কারণ এ ব্যাপারেই একজন গুণী ফুটবলার বলেছিলেন, 'এই পেনাল্টি পেনাল্টি নয়, আরও পেনাল্টি আছে'! আবারো সুযোগ পেলেই পেনাল্টিতে গোল করার জন্য আমি মুখিয়ে আছি, এখনো।

৯৯৭ পঠিত ... ১৪:২২, জুন ২৬, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top