সুকুমার রায়ের ৫টি অডিও গল্প (হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি, দাশুর কীর্তি, দ্রিঘাংচু, দাশুর খ্যাপামি, গল্প)

১১৪৯ পঠিত ... ০৬:৩৩, অক্টোবর ৩০, ২০১৮

মৃত্যুর বহু বছর পরেও যিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন তিনি সুকুমার রায়। প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন তার বাবা এবং খ্যাতিমান চলচ্চিত্রকার ও লেখক সত্যজিৎ রায় তার সন্তান। তিনি একাধারে ছিলেন লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। বাংলা সাহিত্যে প্রবর্তন করেছিলেন 'ননসেন্স' রাইম ধরণের ব্যঙ্গাত্মক সাহিত্য। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু, এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা 'ননসেন্স' ধরণের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। সুকুমার রায় জন্মেছিলে ৩০ অক্টোবর, ১৮৮৭ এবং মৃত্যুবরন করেছেন ১০ সেপ্টেম্বর, ১৯২৩। তার লেখা পাঁচটি গল্পের পাঁচটি অডিও সংস্করন eআরকির পাঠকদের জন্য দেওয়া হলো। পড়ার সময় না থাকলে কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন।

 

১# হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি

 

২# দাশুর কীর্তি

 

৩# দ্রিঘাংচু

 ৪# দাশুর খ্যাপামি

 

৫# গল্প

১১৪৯ পঠিত ... ০৬:৩৩, অক্টোবর ৩০, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top