যে শহরে সবাই দেখতে আমাদের মতন

৩৪০ পঠিত ... ১৮:২৯, সেপ্টেম্বর ০৫, ২০২০

 

 'একটা পরিচ্ছন্ন শহরের শর্ত কী - বলুন তো মৃধা সাহেব?' প্রশ্ন ছুঁড়লেন শহরের মেয়র।

'আমার তো মনে হয় সবার আগে ভিক্ষুক এবং পাগল মুক্ত করা উচিৎ।' মৃধা সাহেব জবাব দিলেন।

স্বর্ণ জয়ন্তী উৎসবের পূর্বে শহরের খোলনলচে বদলে দেওয়ার জন্য বিশেষ আলোচনা সভা চলছে।

'আমিও একমত।' কমিশনার তৌফিক সাহেব একমত হলেন। 'আমাদের সমৃদ্ধি - উন্নয়নে দাগ হয়ে আছে এই ভিক্ষুক আর পাগলেরা। নচ্ছারগুলো সব এখানে এসে জুটেছে।চকচকে শহরে ময়লা-ছেঁড়া দারিদ্র্য! '

'আচ্ছা, সবার আগে শহরে ভিক্ষুক - পাগল নিষিদ্ধ করা হল।সবখানে পোস্টার সাঁটিয়ে দিন। রাস্তায়, মোড়ে চেকপয়েন্ট বসিয়ে ওদের শহরে প্রবেশে বাঁধা দেয়া হোক। আর যারা ভিক্ষা করতে আসে, তাদেরই ধরে ময়লার গাড়িতে করে ভাগাড়ে ফেলে দিয়ে আসা হোক।" মেয়র দ্রুত সিদ্ধান্ত জানালেন।

'আমাদের ফ্লাইওভারের নিচে কোন বস্তি থাকতে পারে না।সুউচ্চ দালানের পাশে ওই বস্তিগুলো আমাদের উন্নয়নযজ্ঞের বুকে প্রশ্নবোধক চিহ্ন।জঞ্জাল সরিয়ে ঝা চকচকে মল তৈরি করা হোক।'

'একদম ঠিক বলেছেন নেতা।এত জঞ্জাল সরানো ঝক্কির ব্যাপার।শীত আসছে।উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়বে।'

'তবে তাই হোক।'

'মানুষ এবং কুকুর একত্রে ডাস্টবিনে জীবন কাটিয়ে দিলে লোকে আমাদের মানবতা নিয়ে প্রশ্ন তুলবে।মানুষদের গুম করা হোক আর কুকুরদের তাড়িয়ে দেওয়া হোক। অতপর ডাস্টবিনগুলো কাকেদের সোপর্দ করে আমরা আমাদের স্বপ্নের শহর গড়তে পারি। কী বলেন আপনারা? '

'একদম মনের কথা বলেছেন।'

লেখক: রাহাত আহমেদ 

৩৪০ পঠিত ... ১৮:২৯, সেপ্টেম্বর ০৫, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top