ঢাকা শহরে চালু হচ্ছে নতুন যানবাহন Onlyvans

১৫৭ পঠিত ... ১৯:২৪, সেপ্টেম্বর ১৪, ২০২৩

ঢাকা-শহরে-চালু-হচ্ছে-নতুন-যানবাহন-Onlyvans

ঢাকাকে বলা হয় জাদুর শহর। উচ্চ মানের জীবনযাত্রা, উন্নত যানবাহন, পরিষ্কার দূষণমুক্ত বাতাস, বিশুদ্ধ পানি—কী নেই এখানে? এমন শহরে এক জীবন কাটানোর স্বপ্ন দেখেন বিশ্বের প্রতিটি নাগরিক। প্রতিদিনই এখানে নাগরিকদের নিত্যনতুন চমক দিতে যোগ হয় নতুন নতুন ফ্যাসিলিটিজ। ঠিক তেমনি পাঠাও, উবার, মেট্রোরেলের পর রাজধানী ঢাকায় আগামীকাল থেকে চালু হচ্ছে নতুন যানবাহন Onlyvans.

নাম শুনেই বোঝা যাচ্ছে এটি মূলত ভ্যান গাড়ির সর্বশেষ এবং সর্বাধুনিক ভার্সন। সর্বপ্রথম ট্রায়াল বেসিসে শুধুমাত্র গুলশান, বনানী, ধানমন্ডি চালু হলেও ধীরে ধীরে এটি ছুটে বেড়াবে সমস্ত ঢাকা শহর। কাল্পনিক সূত্রে জানা যায়, অনলিভ্যান্স এর জন্য কাজ করেছে বিশ্বের বৃহত্তম ৭ টি ইনফ্রাস্ট্রাকচার এবং টেক কোম্পানি। ভ্যানগাড়ির আদলে তৈরি যানবাহনটির মোট চাকার সংখ্যা ৩ টি। তবে আদি ভ্যানগাড়ির মতো পেছনে খোলা না থেকে থাকবে বক্স সিস্টেম। কাঠের বদলে বেজটি তৈরি হবে উচ্চমানের টাইলস দ্বারা, ট্রান্সপারেন্ট দেওয়াল দিয়ে দেখা যাবে আকাশ, ভেতরে থাকছে এয়ার কন্ডিশনিং ব্যবস্থাও।

তবে অনলিভ্যানসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে OnlyFans মডেল এবং টিকটকারদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। একটি ডেমো মডেলে দেখা যায়, যানবাহনটি দু'টি অংশে বিভক্ত। টিকটক এবং অনলি ফ্যান্স। টিকটক অংশের জন্য ফেয়ার হবে ঘন্টায় ২৫০ টাকা এবং অনলি ফ্যান্সের জন্য ৩৫০ টাকা। তবে কেউ যদি দুটোরই হটশট হয়ে থাকেন, অর্থাৎ টিকটক রুম থেকে বের হয়ে অনলি ফ্যান্স বা অনলি ফ্যান্স থেকে টিকটক রুমে যান, তার জন্য নির্ধারিত ভাড়া মাত্র ৩০০ টাকা।

এই যানবাহনের ব্যবহার করতে পারার প্রথম শর্ত হলো অবশ্যই আপনাকে রেজিস্টার্ড টিকটকার বা অনলি ফ্যান্স স্টার হতে হবে। যেকোনো ধরনের ভুয়া এবং মিথ্যা অ্যাকাউন্টের আশ্রয় নিলে তাকে সারাজীবনের জন্য অনলি ভ্যান্স থেকে বহিষ্কার করা হবে। এ ঘোষণার পর অনেকেই হুমড়ি খেয়ে অ্যাকাউন্ট খুলছেন টিকটক এবং অনলি ফ্যান্সে। আনোয়ারুল ইসলাম (৬৪) নামের এক ভদ্রলোক এ ব্যাপারে জানান, ‘যানবাহন টা দেখতে অসাধারণ। এখানে চড়ার জন্য একটা অনলি ফ্যান্স অ্যাকাউন্ট খুলছি। ওইখানে নিয়মিত জাইঙ্গা পড়ে নাচতেছি, কিন্তু কোনো ভিউয়ার পাচ্ছি না। তাই আরও ৭ টা ফেক অ্যাকাউন্ট খুলে নিজেই নিজেকে লাইক দিচ্ছি। কী আর করবো...পুরুষ হয়ে জন্মাইছি বলে দুই একটা শখ আহ্লাদ থাকবে না?...’

১৫৭ পঠিত ... ১৯:২৪, সেপ্টেম্বর ১৪, ২০২৩

Top