নাটোরে দুর্ধর্ষ চা বিক্রেতাদের ধরতে অভিযান: অসংখ্য কেতলি, চা, কাপ ও চা পাতি আটক

৭২৩ পঠিত ... ২০:১১, জুলাই ০৩, ২০২১

Natore-ketly-cover

লকডাউনের প্রথম দিনই নাটোর থেকে চায়ের আসর চলাকালীন একাধিক দুর্ধর্ষ অপরাধীকে আটক করেছে নাটোর পুলিশ। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে চা, চিনি, দুধ, কেতলি, কাপ, চামুচ উদ্ধার করেছে অভিযানকারী দলটি।

eআরকির বিশেষ সংবাদদাতা ফয়সাল তালুকদারের পাঠানো তথ্য থেকে জানা যায়, লকডাউনের শুরু থেকেই নাটোরের বিভিন্ন স্থানে চা এর আসর বসিয়ে আসছিলো দূর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে তারা এলাকার চায়ের রাজত্বও কায়েম করে আসছিলো। স্থানীয়রা ভয়ে কেউ এতদিন মুখ খোলার সাহস পায়নি।

একটি বিশেষ গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে অভিযানকারী দলটি নাটোরের বিভিন্ন অলিতে গলিতে অভিযান পরিচালনা করে। আগে থেকে টের পেয়ে অনেক চান্ত্রাসী পালিয়ে গেলেও চা খেয়ে নেশা করা অবস্থায় প্রায় ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে আরো গ্রেফতার হয় এলাকার বিখ্যাত চা-এর ডিলার চা রমজান, দুধ চা মিজান, কাঁচাপাতি শাকিল, কড়া চা রহমত সহ ২০ জনেরও বেশি চা ব্যবসায়ী।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, 'লকডাউনের শুরু থেকেই এলাকার চা খোররা এখানে সেখানে চা এর আসর বসাতো। ফুরুত ফুতুর করে শব্দ করে চা খেয়ে, চা এর কাপে চামুচ দিয়ে টুংটাং শব্দ করে তারা এলাকার ভদ্র, ভালো ছেলেবুড়াদেরকে চা এ আসক্ত করার চেষ্টাও চালিয়েছে।'

এলাকার দক্ষিণ করিমপুরের নাফিস জানান, 'এদের চা এর আওয়াজে আমার বাপকে ঘরে রাখা দায় হয়ে গিয়েছিলো। শেষমেশ জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে তাকে চা এনে দিতে হইছে, নেশায় পড়ে নিজেও এক কাপ খাইতে হইছে। এরা গ্রেফতার হওয়ায় এখন এলাকায় আবারো শান্তি ফিরে আসবে। আমরা ও আমাদের বাবারা ঘরে থাকতে পারবো।

বিশেষ দ্রষ্টব্য: eআরকিতে প্রকাশিত খবর বিশ্বাস করলে নিজ দায়িত্বে করবেন। 

৭২৩ পঠিত ... ২০:১১, জুলাই ০৩, ২০২১

Top