রাজশাহীর পুলিশ একাডেমিতে কি গরিবকে লাথি দেয়ার কোর্স চালু হয়েছে?

৩৪২ পঠিত ... ১৩:৪০, এপ্রিল ২৬, ২০২১

Gorib-ke-Latthi

নানামুখী জনসেবামূলক কাজের পাশাপাশি দেশের অপরাধ দমনে শুরু থেকেই বিশ্বের যেকোন দেশের পুলিশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এক চৌকস পুলিশ সদস্য নৈপুণ্যতার সহিত একটি শৈল্পিক লাথি দিয়ে এক হকারকে টুল থেকে ফেলে দেন। এমন ভিডিও দেখার পর জনমনে প্রশ্ন জাগে, তবে কি রাজশাহীতে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই পুলিশ একাডেমিতে গরিবকে এমন শৈল্পিক লাথি দেয়ার কোর্স চালু হয়েছে?

নাহলে নিজেদের মূল্যায়নে সেরা এই বাহিনীটি এমন লাথি কোথা থেকে শিখলো? পুলিশ একাডেমি থেকে এ বিষয়ে কোন তথ্য না পেলেও এক রিক্সাচালক জানান, 'মনে হয় হিগায়! খালি লাথি কোর্স না, হেগোরে গাইল দেওন আর রিক্সা উল্টানোর কোর্সও হিগায়। আমগো এলাকার গাইল ম্যান রফিকও এত সুন্দর সুন্দর গাইল জানে না, যেগুলা পুলিশ জানে। আর বংশাল এলাকার শ্রেষ্ঠ রিক্সা ম্যাকানিক জালালও হেগোর মত এত তাড়াতাড়ি রিক্সা উল্টাইবার পারে না। আর লাথির কথা কী কমু! টার্গেট একদম পাক্কা, মাশাল্লাহ জোরও ভালো।'

অনেক পুলিশিং কোর্স বিশেষজ্ঞ মনে করছেন, 'গরিবকে লাথি মারার কোন বিশেষ ক্রাশ কোর্স চালু আছে। সম্ভবত দীর্ঘ প্র্যাকটিসও করায়। সেজন্যই দিনে দিনে ওদের এই স্কিলটা এতটা নৈপুণ্য পায়।'

এদিকে লাথি দেয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করা এক পুলিশ নিজের ফেক আইডি থেকে এমন স্কিলের জন্য নিজের পা-কে কৃতিত্ব দেন। একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'আমাদের কোন অবদান নাই আসলে। সব মুন্সিয়ানা পায়ের। একাডেমিতে ফুটবল খেলতে খেলতে আমাদের মাসল মেমরি ক্রিয়েট হয়ে গেছে। গরিব দেখলেই ওই মেমরি জেগে ওঠে, আর পা নিজেই অটোমেশনের মাধ্যমে একটি সুনিপুণ লাথি উপহার দেয়।'

পুলিশের এমন কাজের জন্য অনেকেই তাদের প্রশংসায় ভাসাচ্ছেন। এমনই একজন বলেন, 'চালিয়ে যান! গরিবকে এভাবে লাথি দিতে দিতেই দেশ একদিন গরিবমুক্ত হবে। দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পাবো আমরা। এমন সফলতার জন্য পুলিশ ভাইদেরকে মেডেলও দিবো ইনশাল্লাহ।'

৩৪২ পঠিত ... ১৩:৪০, এপ্রিল ২৬, ২০২১

Top