ব্যাটারি চালিত গাড়ি নিষিদ্ধ করতে আমেরিকা যেতে চায় পুলিশ কর্মকর্তারা

১৪৯১ পঠিত ... ২০:০৬, জুন ২৮, ২০২১

Police-america-jaite-chay

বাংলাদেশে ব্যাটারিচালিত গাড়ি নিষিদ্ধের পর ধড়পাকড় চালাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিতে চায় পুলিশ কর্মকর্তারা। আমেরিকায় অনেকদিন ধরেই ইলেক্ট্রিক কার বেশ জনপ্রিয়, ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছে। এই বিষয়টিই চিন্তিত করে তুলছে বাংলাদেশ পুলিশকে।

আমেরিকার মত একটি আধুনিক দেশ হুট করে এমন ক্ষ্যাত হয়ে যাবে এমনটা কোনভাবেই মানতে পারছেন না তারা। অতি দ্রুত আমেরিকা থেকে সকল ব্যাটারিচালিত ইলেক্ট্রিক গাড়ি উঠিয়ে দেয়ার বিষয়ে বদ্ধ পরিকর এক পুলিশ কর্মকর্তা বলেন, 'আধুনিক পৃথিবীর জনক তারা। তেলেরও তো অভাব নেই! তাহলে ব্যাটারিচালিত গাড়ি কেন চালাবে! এভাবে চলতে থাকলে তো কয়দিন পর ওদের নাম আমেরিকা থেকে ভটভটি আমেরিকা হয়ে যাবে। উত্তরাধুনিক পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে সবার আগে এইসব ইলেক্ট্রিক কারকে উচ্ছেদ করে ফেলতে হবে।'

বুলডোজার-গাড়ি উল্টানোয় পারদর্শী শতাধিক পুলিশ কর্মকর্তা নিয়ে আমেরিকার উদ্দেশ্যে একটি দল রওনা দিয়েছে বলেও একটি ভূয়া সূত্র থেকে জানা যায়। নিজের ফেক একাউন্ট থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, 'এফবিআই এর দ্বারা এইসব কঠিন, চ্যালেঞ্জিং কাজ হবে না। যা করার আমাদেরকেই করতে হবে।'

ইলেক্ট্রিক কারের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান টেসলার দলীয় কার্যালয়কেও নজরে রাখবেন বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, 'ইতোমধ্যে ৩০০০ পুলিশ টেসলার বাইরে হেলমেট পরে অবস্থান করছে। বাইরে থেকে তালাও লাগিয়ে দিয়েছি। প্রিজন ভ্যান রেডি। ইলন মফিজ বের হইলেই ওকে টেনে হিচড়ে কাশিমপুর নিয়ে আসবো।'

১৪৯১ পঠিত ... ২০:০৬, জুন ২৮, ২০২১

Top