বাজারে এলো পুলিশ টিস্যু, পুলিশ থাকবে এখন সবার পকেটে

৬৮০ পঠিত ... ১৭:০৮, জুন ০৮, ২০২১

police-product

বাংলাদেশ পুলিশের নামে নতুন একটি ব্র্যান্ড এসেছে বাজারে। টিস্যু, তেল, লবণ, চিনি, পানিসহ নানাবিধ পণ্য পাওয়া যাচ্ছে তাদের। ইন্টারনেটে পুলিশ ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের ছবি ছড়ালে তা নিয়ে টুকটাক নিজেরদের অনুভূতির কথা জানিয়েছেন পুলিশের বন্ধু জনগণরা।

নিয়মিত পুলিশ টিস্যু ব্যবহার করার পণ করে ফেলেছেন একজন। আনন্দে আপ্লূত হয়ে তিনি বলেন, ‘ব্যবহার করবোই না বা কেন? পুলিশ টিস্যু পকেটে রাইখা মানুষ জনকে বলে বেড়াবো, পুলিশ আমার পকেটে থাকে। এমন সুযোগ কেউ হাতছাড়া করবে না।‘

পুলিশের পানির এক ভক্ত বলেন, ‘এখনো খাই নাই। তবে আমি খাবোও না। কুলি করে ফেলে দিয়ে বলবো, আমি প্রতিদিন পুলিশ কুলি করে ফেলে দেই।‘

পুলিশ পানির এই পাতাল একসময় সেনা পানির বেশ ভক্ত ছিলেন। হাসতে হাসতে তিনি আমাদের বলেন, ‘আগে সেনা খেতাম, এখন থেকে পুলিশ খাবো।‘ সম্ভব হলে আনসার, বিজিবি, র‍্যাব, নেভি ব্র্যান্ডের পানিও বাজারে আনার অনুরোধ করেন এই ভক্ত।

পুলিশ আটা দিয়ে নিয়মিত রুটি খেয়ে ডায়েট কন্ট্রোল করছেন বরিশালের একজন। তিনিও জানান নিজের অনুভূতির কথা। একটা রুটি চাবাতে চাবাতে তিনি বলেন, ‘ডেইলি রাতে পুলিশ চাবায়া খাই। ভাল্লাগে। এই রুটিগুলো বেশ নরম হয়।‘

পুলিশ চিনি দিয়ে চা চা খেতে এক বিশিষ্ট চা খোর বলেন, ‘সকাল বিকাল দুই বেলাই তো পুলিশ গুলে খাই। আমাকে স্যার ডাকবা।‘

এদিকে বিসিএসে না টেকা সমাজ অনুরোধ করেছে বিসিএস ব্র্যান্ডের এমন নানাবিধ পণ্য বাজারে আনার। ভাইভাতে ৩ বার ফেল করা এমন একজন বলেন, ‘ফেল করছি তো কী হইছে। এরপর প্রতিদিন কয়েকটা করে বিসিএস খাবো, পকেটে রাখবো, ফ্ল্যাশ করে ফেলে দিবো।‘

৬৮০ পঠিত ... ১৭:০৮, জুন ০৮, ২০২১

Top