অবশেষে জানা গেল, খাঁচার ভেতর অচিন পাখি ক্যামনে আসে যায়

৬৬৮ পঠিত ... ১৭:০২, মে ০১, ২০২১

লালন প্রশ্ন করেছিলেন শত বছর আগে, খাঁচার বেতর অচিন পাখি ক্যামনে আসে যায়। শত বছরেও পৃথিবীর কেউ লালনকে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। তবে সম্প্রতি বাংলাদেশের মেধাবী পুলিশ বাহিনীর একটি ভিডিওর দ্বারা এই কঠিনতম প্রশ্নটি উত্তর পেতে সক্ষম হয়েছেন লালন। ফেসবুকের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, পুলিশের গাড়িতে তোলা মানুষদের থেকে দুইজন গাড়ির উপর দিয়ে লাফিয়ে নেমে যায়। নেমে গিয়েই এই অচিন মানুষেরা ব্যস্ততম সড়ক পার হয়ে পগার পার হয়ে যায়।

শত বছর পর পুরোনো প্রশ্নের এমন উত্তর পেয়ে যারপরনাই খুশি লালন। তিনি বলেন, 'পড়ালেখা তো আমি করি নাই। করুম কই থেইকা, আমার প্রশ্নের উত্তরই দিতে পারতো না কেউ। আজ বাংলাদেশ পুলিশ আমার প্রশ্নের উত্তর দিয়ে দিলো। আমি পড়ালেখা করলে শিক্ষক হিসেবে উনাদেরকেই চাইতাম। আর পালিয়ে যাওয়া অচিন পাখি দুটোকে রাখতাম প্রাইভেট টিউটর। একজনের কাছে ইংলিশ পড়তাম অন্যজনের কাজে অর্থনীতি।'

ভিডিওটিকে পারফর্মিং আর্টের নতুন জনরা হিসেবে দেখছেন শিল্প সাহিত্যের মানুষেরা। তারা বলছেন, 'পারফর্মিং আর্ট এর আগে অনেকে করেছে। কিন্তু ঐতিহ্য আর অতীতের সাথে কানেক্ট করতে পেরেছে অনেক কমই আর্টিস্টই। বাংলাদেশ পুলিশ প্রমাণ করলো, বইমেলায় বই পড়ে তা নিষিদ্ধ করার সকল যোগ্যতা তাদের আছে।'

বাংলাদেশ পুলিশ এতদিন পর এই প্রশ্নের উত্তর দিবে জানলে তাদের জন্যও একটা গান লিখে যেতেন বলে জানালেন লালন। এ পর্যায়ে তিনি গুনগুন করে গাইতে থাকেন, 'লকডাউন হয়েছে ঘোষণা, ঘর থেকে বাইরে যাবো না...'

৬৬৮ পঠিত ... ১৭:০২, মে ০১, ২০২১

Top