ক্রেতারা সাবধান, বাজারে আসছে চাইনিজ প্লাস্টিকের পেঁয়াজ!

১০৭৩ পঠিত ... ২১:০৯, নভেম্বর ১৮, ২০১৯

কুসুম লাল, উপরে সাদা, তার উপরে শক্ত সাদা দেখতে বাজারে আসা চাইনিজ প্লাস্টিকের ডিমের কথা তো আগেই জানা গিয়েছিলো। জানা গেছে চালের মতো দেখতে চাইনিজ প্লাস্টিকের চালের কথাও। নামে-বেনামে অনেক সচেতন জনগণ চাইনিজ লাইভে এসে এসব বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন আমাদের। যদিও চাইনিজ সতর্কতার মতোই আমরা দ্রুতই তা ভুলে গেছি। তবে এবার আর হেলাফেলা নয়! কারণ বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের চাল-ডাল আর ডিমকে সঙ্গ দিতে বাজারে আসছে চাইনিজ প্লাস্টিকের পেঁয়াজ। এক বেনামি সূত্র থেকে এমন গোপন তথ্যই এসে পৌঁছেছে eআরকির বিশেষ গোয়েন্দা টিম পিসিআই (প্লাস্টিক এন্ড চাইনিজ ইনভেস্টিগেশন) এর কাছে।

বেশ কয়েকটি বেনামি সূত্র বলেছে, মূলত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চাইনিজ প্লাস্টিকের ডিমগুলোকে সঙ্গ দেয়ার জন্য চাইনিজ প্লাস্টিকের পেঁয়াজের প্রয়োজন পড়তে পারে। এছাড়াও অনেক ব্যাচেলর চাইনিজ ডিম চাইনিজ পেঁয়াজ ছাড়া খাবে না বলায়ও চীন চাইনিজ প্লাস্টিকের পেঁয়াজ নিয়ে আসার ব্যাপারে তৎপর। তবে অন্য আরো একটি বেনামি সূত্র আমাদের জানায়, 'আগের বেনামি ব্যাটায় আপনারগোরে মিছা কথা কইছে। ওইটা একটা কন্সপিরেসি থিউরি। মূল ঘটনা হইলো, বাংলাদেশে আসল পেঁয়াজের নকল দাম থেকে মানুষকে রক্ষা করার জন্য বাজারে এই প্লাস্টিকের পেঁয়াজের আগমন।'

অর্থাৎ ধারণা করা যেতে পারে, পেঁয়াজের এই অস্বাভাবিক উচ্চমূল্যের বাজারে সস্তায় নকল পেঁয়াজ বেচে লাভবান হতে চায় একটি চাইনিজ চক্র।

এই দূর্বিসহ সময়ে বাজারে প্লাস্টিকের পেঁয়াজ আসলে ভালো হবে নাকি খারাপ হবে, প্লাস্টিকের ডিম খেতে খেতে এই তর্কের এক পর্যায়ে ফেসবুকে লাইভে দেখা যায় বিশিষ্ট প্লাস্টিক মাল বিশেষজ্ঞ ইলাস্টিক আলমকে। লাইভে এসে হাতে থাকা ক্রিকেট বল সদৃশ একটি বস্তুকে ফ্লোরে বাউন্স করিয়ে তিনি বলেন, 'এইটাই প্লাস্টিকের পেঁয়াজ। মাটিতে পড়লে থেতলায় না বা গড়াগড়ি খায় না। ড্রপ খায়।'

প্লাস্টিকের পেঁয়াজের আরো বেশ কিছু সনাক্তকারী বৈশিষ্ট নিয়েও বলেন ইলাস্টিক আলম। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু eআরকি পাঠকদের স্বার্থে তুলে ধরা হলো।

• প্লাস্টিকের পেঁয়াজে কোন ঝাঁঝ থাকবে না। কাটতে গেলে চোখ দিয়ে পানিও পড়বে না।
• একটি প্লাস্টিকের পেঁয়াজের অর্ধেক কেটে রেখে দিলে পরের দিন এটি আবার পূর্ণাঙ্গ পেঁয়াজ হয়ে যাবে।
• প্লাস্টিকের পেঁয়াজ দিয়ে দেশি ডিম ভাজি করা যাবে না। আপনি হয়তো জানেন না, তেল আর জলের মতো দেশি মাল আর চাইনিজ মাল মেলে না।
• প্লাস্টিকের পেঁয়াজ দামেও বেশ সস্তা। দাম বেশি চাইলে দোকানদারকে আঘাত করার নজিরও চাইনিজ পেঁয়াজের আছে।

লাইভের এক পর্যায়ে এই ইলাস্টিক আলম দেশবাসীকে এই চাইনিজ প্লাস্টিক পেঁয়াজ থেকে সাবধান থাকার পরামর্শ দিলে দর্শকরা ক্ষেপে গিয়ে কমেন্টে তাকে গালিগালাজ শুরু করে। এর মধ্যে একজন লেখে, 'এমন একটা দুর্ভিক্ষের সময়ে দেশে পেঁয়াজ আইছে, কম দামে পাওয়া যাবে এইটা তো আমগোর লাইগা আশির্বাদ। হোক প্লাস্টিকের, পেঁয়াজ তো! আমরা এইটাই খাইবো। তুই সাবধান করার কে! হালার পো দালাল!'

[eআরকি একটি স্যাটায়ার ওয়েবসাইট। এখানে প্রকাশিত যেকোনো খবর বিশ্বাস করলে নিজ দায়িত্বে করুন।]

১০৭৩ পঠিত ... ২১:০৯, নভেম্বর ১৮, ২০১৯

Top