মাত্র একদিনেই চুয়েটে সুইমিং পুল নির্মাণ

১৩৪৮ পঠিত ... ১৩:৫১, জুলাই ২৫, ২০১৮

নানান জল্পনা-কল্পনার পর অবশেষে চুয়েটে নির্মিত হলো ‘সুইমিং পুল’। অবিশ্বাস্য দ্রুততায় নির্মিত এই সুইমিং পুল তৈরিতে সময় লেগেছে এক বছর নয়, এক মাসও নয়, মাত্র একদিন! অকল্পনীয় এই ঘটনা ঘটে গেছে চুয়েটের বঙ্গবন্ধু হলে।

গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম অর্থায়ন ছাড়াই মাত্র কয়েক ঘণ্টায় নির্মিত এ সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় ছাত্ররা পুলের পানিতে ডুব মেরে প্রাকৃতিকভাবে নির্মিত এই সুইমিং পুলকে স্বাগত জানান। অনেকেই ওয়াটার পোলো খেলা ও জলকেলিতে মেতে ওঠেন!

নবনির্মিত এ সুইমিং পুল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে এখন খেলা করছে বিপুল আনন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী আমাদের জানান, 'বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আমি একটা সুইমিং পুলের অভাব বোধ করছিলাম। আসলে আমার বাসা মিরপুরে। বাসা থেকে বের হয়ে সুইমিং না করলে ক্লাসের পড়া মাথায় ঢুকে না। অবশেষে আমার চাওয়া পুরণ হয়েছে। তবে কর্তৃপক্ষের উচিৎ হবে পানি নিষ্কাশন ব্যবস্থার আরও অবনতি ঘটিয়ে সুইমিং পুলটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।'

 

কোনো বাজেট ছাড়াই প্রাকৃতিকভাবে সুইমিং পুল নির্মিত হওয়ার ঘটনাকে অলৌকিক কিছু বলে ভাবছেন বেশিরভাগ শিক্ষার্থীই। অনেকের মত, এই গরমে 'উপরওয়ালা' সরাসরি এই সুইমিং পুল পাঠিয়েছেন। কিন্তু অনেকের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেল। শহীদ তারেক হূদা হলের একজন আবাসিক শিক্ষার্থী বললেন, 'দেখুন। সব আসলে বিরোধী হলের চক্রান্ত। একটা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল হবে খোলা স্থানে। কিন্তু, এটা বানানো হয়েছে বঙ্গবন্ধু হলের ভেতরে। এটা কোনো ইতিবাচক কিছু পারে না।'

দ্রুততম সময়ে সুইমিং পুল নির্মাণের ব্যাপারে বেশ গর্বিত দেখা গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালককে। বললেন, 'বহুদিন ছাত্রদের কল্যাণে কিছু করা হয় না। সকাল থেকেই মনে হচ্ছিল কিছু একটা করি, কিছু একটা করি। কিন্তু বুঝতেই পারছিলাম না কী করা উচিৎ। হঠাৎ মনে হলো, একটা সুইমিং পুল হলে মন্দ হয় না। ভিসি স্যারকে জানিয়ে কাজ শুরু করে দিলাম। সুইমিং পুলের কাজ শুরু করার পরপর ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই তৈরি হয়ে গেল সুইমিং পুল। আর আমরাও রেকর্ডের অংশ হয়ে গেলাম। নির্মিত হলো দেশের দ্রুততম সুইমিং পুল। আমরা আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও আমাদের দেখাদেখি ছাত্রদের কল্যাণে কাজ করবে।'

ছবি ও আইডিয়া কৃতজ্ঞতা: CUET Memes

১৩৪৮ পঠিত ... ১৩:৫১, জুলাই ২৫, ২০১৮

Top