বব মার্লের No women no cry গানটিকে নিজেদের থিম সং হিসেবে চায় হেফাজত

১৪৪ পঠিত ... ১৬:৪৯, মে ০৪, ২০২৫

6

দেশজুড়ে নারী অধিকার নিয়ে যখন তুমুল আলোচনা, তখন হেফাজতে ইসলাম বাংলাদেশ নিজেদের সংস্কারবিরোধী অবস্থানকে আরও জোরদার করতে এগিয়ে এসেছে এক সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে। তারা এবার আন্তর্জাতিক রেগে লিজেন্ড বব মার্লেকে আপন করে নিতে চাইছে। দলটির নতুন থিম সং হিসেবে বেছে নিয়েছে মার্লের অমর গীত No Woman No Cry।

সম্প্রতি নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এক বিশাল সমাবেশের আয়োজন করে হেফাজত, সেখানে এই কমিশন বাতিলের পাশাপাশি তাদের কেউ কেউ বলেন, আমরা তো মনে করি নারীদের সমান অধিকার না, বরং ন্যায্য অধিকার পাওয়া উচিত। সমান অধিকার সে আবার কী? একারণেই মার্লে ভাই আমাদের ভাবাদর্শের সাউন্ডট্র্যাক বানাইয়া গেছেন। No woman, no cry! মানে, মাইয়া মানুষ নাই, কান্নাকাটিও নাই।

বিশেষজ্ঞদের মতে, হেফাজতের এই সঙ্গীত নির্বাচন এক ধরনের ‘সাংস্কৃতিক জিহাদ’ যেখানে সুর আর বাণী দিয়ে নারীকে হেঁটে হেঁটে সমাজ থেকে বের করে দিতে চায় দলটি। হেফাজতের সাংস্কৃতিক শাখার এক নেতা দাবি করেন, তারা এখন গানটি বাংলা ভার্সনে গাওয়ার পরিকল্পনাও করছেন।

তবে বিতর্কের মধ্যেও হেফাজতের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে ইতোমধ্যেই মোবাইল রিংটোনে সেট করেছেন গানটি। কেউ কেউ আবার মার্লের পোস্টার নিয়ে মিছিলেও অংশ নিচ্ছেন। একজন তরুণ কর্মী বলেন, আমরা পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে, কিন্তু রেগে গান হলে ভিন্ন কথা, যেহেতু মার্লে ভাই আমাদের কথা ভেবেছে। গানটির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। গুঞ্জন উঠেছে, পরবর্তী হেফাজত কনফারেন্সে গানটির সঙ্গে নৃত্য না হলেও ‘আত্মিক দুলুনি’ থাকবে।

১৪৪ পঠিত ... ১৬:৪৯, মে ০৪, ২০২৫

Top