গণহত্যা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সেঞ্চুরি পূর্ণ করেছেন, আর এখন তিনি জায়গা চাইছেন বাংলাদেশ টেস্ট দলে। দেশের মানুষের রক্তে ভেজা ব্যাট হাতে তিনি এতটাই পারদর্শী হয়েছেন যে, বিসিবির বোর্ড মিটিঙে, তাকে দলে নেওয়ার আবেদন করেছেন দিল্লীতে বসে। সম্পূর্ণ ভুয়া একটি তথ্যসূত্র থেকে এমনটাই জেনেছে eআরকি।
জুলাই মাসের মাঠে শেখ হাসিনা এমন পারফরম্যান্স দেখিয়েছেন যে, ত্রিশ গজের বৃত্তে আন্দোলনকারী আর জনসাধারণ বোলারদের হাত থেকে বেরিয়ে আসা সকল বলকেই মাঠের বাইরে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন । কখনও সোজা শটে, কখনও বাউন্ডারি পার করে। প্রধানমন্ত্রীর অনুগত ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ পুলিশ আর ছাত্রলীগের পারফরম্যান্স ছিল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়ানক। যেখান থেকে যেকোনো রকমের বল আসা মাত্রই হাঁকিয়েছে চার ছক্কা, রক্তে ভেসে গেছে মাঠ ঘাট রাজপথ। তিনি এক অদ্ভুত খেলা খেলেছেন, অন্যদের ওপর খেলার নির্দেশনা দিয়ে ডাগ আউটে বসে খেলাটি উপভোগ করেছেন।
হত্যা মামলায় সেঞ্চুরি পূর্ণ করায় শেখ হাসিনার লক্ষ আরও বড়। তিনি জানান, শুধু একটা সেঞ্চুরি না, জুলাই মাসেই অন্তত ৯০০ মানুষ খুন করে ৯টি সেঞ্চুরির মালিক তিনি। দ্রুতই এইসব মামলা হয়ে যাওয়া উচিত। এইসব মামলা হলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও খেলতে নামতে পারবেন তিনি।
নিজের এমন অসাধারণ পারফরম্যান্সের বিষয়ে ফেক আইডি থেকে শেখ হাসিনা জানান, এটা কোনো বিষয় না, আমি যে মাঠেই খেলি, সে মাঠেই সেঞ্চুরি করি। আর কোনো না কোনো দলের অংশ হয়ে খেলাটা চালিয়ে যেতেই হবে।
শুধু বাংলাদেশ না। ভারতের টেস্ট দলেও জায়গা চেয়েছেন হাসিনা। নিজের গণহত্যার রেকর্ড দেখিয়ে হাসিনা বলেন, কীসব বিরাট, শচীন। ওরা নাকি গ্রেটেস্ট অফ অল টাইম। আরে ভাই, আমি তাইলে কী? ওরা তো বল বাউন্ডারির বাইরে পাঠায় আর আমি অন্তত ৮০০ থেকে ১০০০ মানুষকে পৃথিবীর বাইরে পাঠাইছি। ভারতের উচিত আমাকে দ্রুত ওদের টেস্ট দলে জায়গা দেওয়া।