খাদিজা এখন কী করতেন কিন্তু কী করছেন?

১৩০৮ পঠিত ... ১৮:১০, আগস্ট ২৯, ২০২৩

খাদিজা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বন্দি জীবনের এক বছর হলো গত ২৭ আগস্ট। খাদিজার অপরাধ পডকাস্ট হোস্ট করা। সেই পডকাস্টে এক বক্তার সরকারের সমালোচনা করে বক্তব্য করার দায়ে খাদিজাকে যখন গ্রেফতার করা হয়, তখন খাদিজা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।

খাদিজা এখন থাকতেন তৃতীয় বর্ষে। আমি যখন এই লেখাটি লিখতে বসেছি তখন বিকেল ৫টা। কারাগারে বন্দি না থাকলে কী করতেন এখন খাদিজা? হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে বন্ধুদের সাথে চা খেতেন। কিংবা রেডি হতেন টিউশনিতে যাওয়ার জন্য। কিংবা দাঁড়িয়ে থাকতেন হলের দোকানে শিট ফটোকপি করার লাইনে।

দ্বিতীয় বর্ষে সিজিপিএ একটু কম এসেছিল আমার ছোট ভাইয়ের। তৃতীয় বর্ষে সিজিপিএ-ঠিক করার জন্য ওকে দেখলাম দিনরাত এক করে পড়ালেখা করছে। মুক্ত থাকলে খাদিজারও হয়তো এমন চিন্তা থাকত। সিজিপিএ বাড়ানোর জন্য পড়ালেখা করতেন দিন রাত এক করে।

খাদিজাকে গ্রেফতার করা হয়েছিল পডকাস্ট শো হোস্ট করার দায়ে। গ্রেফতার না হলে খাদিজা কী করতেন? পডকাস্টটিকে আরও এগিয়ে নিতে পারতেন? কততম শো হতো এতদিনে? নোয়াম চমস্কি কিংবা সলিমুল্লাহ খান—এমন কাউকে নিয়ে এখন নতুন কোনো পডকাস্ট প্ল্যান করতেন?

স্কলারশিপের জন্য আবেদন করতেন হয়তো। খাদিজা পড়ালেখা করতেন রাষ্ট্রবিজ্ঞানে, পডকাস্ট শোতেও কথা বলতেন রাষ্ট্র, রাজনীতি, সমাজ নিয়ে। খাদিজা কি রাষ্ট্রবিজ্ঞান, পডকাস্ট এইসব সম্পর্কে আরও অনেক কিছু জানার জন্য বিশ্বসেরা কোনো প্রফেসরকে ইমেইল লিখতেন?

বিশ্ববিদ্যালয়ের এই সময়টা তো প্রেমেরও বয়স। খাদিজা কি প্রেম করতেন? প্রেমিকের হাত ধরে ঢাকার রাস্তায় বাদাম খেতে খেতে হেঁটে বেড়াতেন? বন্ধুদের সাথে কি ঘুরতে যেতেন বান্দরবান, রাঙামাটি, সিলেট কিংবা কক্সবাজার?

ক্যারিয়ার নিয়ে খাদিজার ভাবনা এখন কোথায় থাকত? হোস্টিংকেই পেশা হিসেবে নিয়ে এগিয়ে যেতেন? নাকি স্বপ্ন দেখতেন প্রশাসক হয়ে রাষ্ট্রের সিস্টেমগুলোকে চেঞ্জ করে ভালো কিছু করার।

মুক্ত থাকলে খাদিজা কী করতেন তা আমরা আসলে জানি না। অনেক কিছুই হয়তো খাদিজা করতেন কিংবা কিছুই করতেন না। সেগুলো হয়তো আমরা জানতাম কিংবা জানতামই না। কিন্তু আমরা এখন জানি, ১ বছর ধরে খাদিজার জীবনটাকে, খাদিজার স্বপ্নগুলোকে আটকে দেয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নামের এক শেকল খাদিজার স্বপ্নগুলোকে আটকে দিয়েছে আরও অনেকের স্বপ্নের মতোই।

১৩০৮ পঠিত ... ১৮:১০, আগস্ট ২৯, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top