ঢাকায় বেড়ে যাচ্ছে ভেজিটেরিয়ানের সংখ্যা

১৮৭ পঠিত ... ১৭:২৪, মার্চ ০৯, ২০২৩

ঢাকা-শহরে-বেড়ে-যাচ্ছে-ভেজিটেরিয়ানের-সংখ্যা

হুহু করে করে ঢাকায় বেড়ে চলছে ভেজিটেরিয়ানের সংখ্যা। গত কিছুদিন ধরে এই সংখ্যা আশঙ্কাজনিত হারে বাড়ছে বলেও জানিয়েছে একাধিক সূত্র।

জানা গেছে, একসময় দিনে ৫ বেলা কাচ্চি খেতেন এমন মানুষও হুট করে ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে। কাচ্চি দেখলে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। ৩ বেলা খাচ্ছে ঘাস লতাপাতা।

হুট করে এই সংখ্যা কেন বাড়ছে জানতে চাইলে সদ্য ভেজিটেরিয়ান হওয়া এক ভাই বলেন, ‘আমাদের সবার আসলে পশুপ্রেমি হয়ে যাওয়া উচিত। দেশে ছাগলের সংখ্যা কমে যাচ্ছে। গরুর সংখ্যাও কমে যাচ্ছে। অন্তত আরও কিছুদিন গরু-ছাগল দেখে জীবনটাকে আনন্দ দেয়ার জন্য হলেও আমাদের উচিত মাংস না খাওয়া।‘

এদিকে এমন অপ্রত্যাশিত পরিবর্তনের হতাশার কথা জানিয়েছেন রংপুরের সবজি চাষি আফজাল চাচা। তিনি বলেন, ‘আপনারা ভেজিটেরিয়ান হইবেন আগে বলবেন না! সবজি চলে না দেখে আমি তো এই বছর সবজি চাষই করি নাই!’

ভেজিটেরিয়ানের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি কমে যাচ্ছে কাচ্চিটেরিয়ানের সংখ্যাও। জানা গেছে, কোন এক ভৌতিক কারণে শহরের সব কাচ্চিটেরিয়ান কাচ্চি ছেড়ে মোরগপোলাওটেরিয়ান হয়ে যাচ্ছে।‘

১৮৭ পঠিত ... ১৭:২৪, মার্চ ০৯, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top