ভারত থেকে ডায়মন্ডের নাট, বল্টু ও ওয়াশার কিনল বাংলাদেশ

১৩৪ পঠিত ... ১৬:০৫, মে ০৭, ২০২৪

15 (9)

পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ভারত থেকে তাদের টাওয়ারের জন্য নাট, বল্টু ও ওয়াশার কিনেছে। যার দাম পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৫৯ লক্ষ টাকা। ডেইলি স্টারের তথ্য মতে যে পণ্যগুলোর বর্তমান বাজারমূল্য ১৬ হাজার টাকার মতো।

তাহলে বাংলাদেশ কেন প্রায় ১ হাজার ৬১৯ গুণ বেশি টাকা দিয়ে পণ্যগুলো কিনেছেন? এমন প্রশ্ন তুলেছে অনেকে। সরকারের ও সংশ্লিষ্টদের সমালোচনাও করা হচ্ছে। কিন্তু ঘটনার ভেতরে ঢুকে জানা যায়, এই নাট, বল্টু ও ওয়াশারগুলো মূলত ডায়মন্ড ও সোনা দিয়ে তৈরি, যার কারণে দাম এত বেশি। একটু ভূয়া তথ্যসূত্র থেকে eআরকিকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।

লোহার জিনিস না কিনে কেন ডায়ন্ডের জিনিস কিনতে হলো? এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বাংলাদেশের স্ট্যাটাসের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, সব জিনিসপত্র তো চাইলেই আর ন্যায্যমূল্যে কেনা যায় না। একটা তো মান-ইজ্জতেরও ব্যাপার আছে। আমরা চাইলেই মাত্র ১৬ হাজার টাকা দিয়ে লোহার জিনিস কিনে ফেলতে পারতাম কিনে ফেলতে পারতাম ধোলাইখান থেকেও। কিন্তু তাতে কি দেশের মান-ইজ্জত থাকতো? একটা প্রেস্টিজ আছে না মিয়া? বেশি টাকা দিয়া না কিনলে মানুষজন তো সম্মানও দেয় না। সেজন্যই ডায়মন্ডেরটা কিনতে হলো।

অন্য এক কর্মকর্তা বলেন, গান শোনেন নাই, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। যে দেশটা সকল দেশের রাণী সে দেশের টাওয়ার তো আর দুই পয়সার নাট, বল্টু, ওয়াশার পরে থাকতে পারে না। ডায়মন্ড তো লাগেই।

১৩৪ পঠিত ... ১৬:০৫, মে ০৭, ২০২৪

Top