এয়ার কুলার কিনলেই কেন দেওয়া হচ্ছে ভিসা; পিটার হাসকে তলব বাইডেনের

৫৪ পঠিত ... ১৬:১৬, মে ০৭, ২০২৪

28 (9)

সম্প্রতি খবরে এসেছে এয়ারকুলার কিনলেই আমেরিকার ভিসা হয়ে যাচ্ছে লোকজনের। এমনকি কুলার কিনে বাসায় ফেরার পথে জোর করে প্লেনে উঠিয়ে আমেরিকায় নিয়েও যাওয়া হয়েছে কয়েকজনকে। এই খবর ছড়িয়ে পড়ার পর হুট করে বাজারে একদিকে যেমন কুলারের চাহিদা বেড়েছে অন্যদিকে বেগমপাড়ামুখী অনেকে স্বল্প খরচে কুলার কিনে আমেরিকামুখী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমেরিকার অনেক রাজনীতিবিদদের আশংকা প্রকাশ করতে শুরু করায় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

রুদ্ধদ্বার এক বৈঠকের পর বিস্তারিত জানতে চাইলে নিজের গোপন ইমো নাম্বার থেকে হাস ভাই আমাদের বলেন ‘পিও ভাই, পিও অভিভাবক, হোয়াইট হাউসের লড়াকু সৈনিক, রিপাবলিকান মতাদর্শের ভ্যানগার্ড বাইডেন ভাইয়ের কিছু প্রশ্ন ছিলো হুট করে এত ভিসা দেওয়া প্রসঙ্গে আমি সেগুলো ক্লিয়ার করে দিয়ে এসেছি। বাইডেন ভাই জানতে চেয়েছিলেন যাদের ভিসা দেওয়া হচ্ছে তারা রিপাবলিকান পার্টির মিছিলে নিয়মিত যাবেন কিনা পাশাপাশি আমেরিকায় যদি রাতের ভোটের প্রয়োজন হয় তখন দরকার হলে কবর থেকেও সার্ভিস  দিতে পারবেন কিনা সে ব্যাপারেও জানতে চেয়েছেন। আমি সব ব্যাপারেই আশ্বস্ত করে এসেছি।’এই মিটিংয়ের প্রভাব ভিসা নীতিতে পড়বে কিনা জানতে চাইলে হাস ভাই আমাদের বলেন, কোনো সমস্যা নেই, আপনারা মনপ্রাণ খুলে কুলার কিনেন। অন্তত যতদিন গরম আছে। গরম গেলে অবশ্য ভিসানীতিতে কিছু পরিবর্তন আসতে পারে। তখন হিটার কিনলে ভিসা দেওয়া হবে।’বলে জানান তিনি।

অন্যদিকে শুধু কুলার কিনলে ভিসা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিখিল বাংলা এসি ওউনার সমিতির লোকজন। কুলার কেনা লোকজনের মতো তাদেরও অবাধ ভিসা দেওয়ার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

৫৪ পঠিত ... ১৬:১৬, মে ০৭, ২০২৪

Top