চাকরিজীবীরা দিনে কখন কী খাবেন?

৪৪০ পঠিত ... ১৯:১০, অক্টোবর ১৬, ২০২৩

Chakurijibi

চাকরিজীবিদের খাবার একটা বিচিত্র বিষয়। হেন কোনো খাবার নেই যা তারা খান না। কী সেইসব খাবার? দেখে আসা যাক…

 

সকাল: সকালের ব্রেকফাস্টে খেয়ে নিন জ্যামে দেরি হওয়ার জন্য গরম গরম বকা। সাথে মাসের শেষে লেটের জন্য কাটা টাকার অমলেট বেশ স্বাস্থ্য উপকারী।

 

দুপুর: দেরি করে আসার জন্য দুপুরে আপনাকে অফিস থেকেই সার্ভ করতে পারে 'প্রজেক্ট অন্য কারো কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে' নামক সুস্বাদু বিরিয়ানি। যার মধ্যে নুন-মরিচ ঢেলে খাবারের স্বাদ আরো চটকদার করবে আপনার প্রতিদ্বন্দ্বী কলিগ, যে আপনার প্রজেক্টটা মেরে দিয়েছে। বিরিয়ানিতে আলু হিসেবে 'যাক কাজ তো কমলো'কে দেখে খুশি হলেও যখন দেখবেন দেরি করে আসায় আপনার আগের কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে তখন তা দাঁতের নিচে এলাচ পড়ার মতোই অসাধারণ অনুভূতি দেবে!

 

বিকাল: জ্যাম, গরম আর মানসিক ঝক্কি সামলাতে গিয়ে বিকেলের দিকে একটু ঝিমুনি তথা ভাতঘুম এলেই ডাক পড়বে মিটিং এর। ঘুম আর ক্লান্তি নিয়ে মিটিং এ প্রেজেন্টেশন দিতে গিয়ে তা হয় হয়ে যাবে ভুনা খিঁচুড়ি নইলে পাইনেপেল, সসেজ, চকোলেট, হ্যাম মেলানো মাল্টিলেয়ারের পিজ্জা। সঙ্গে পরিবেশন করা হবে বসের সুঁইয়ের মতো বিঁধতে থাকা কথা দিয়ে তৈরি আপনার ইজ্জতের ফালুদা।

 

সন্ধ্যা: ৯-৫টার অফিস হোক কিংবা এজেন্সির মতো 'টাইম-টেবিলের ঠিক নাই' মার্কা অফিস হোক, ওভারটাইমের চচ্চরি আর শেষমেশ সিনিয়রের কাজ আপনার ওপর চাপিয়ে দেওয়ার মালাইকারি দিয়ে দুই প্লেট ভাত দিব্যি খেয়ে নিতে পারবেন আপনি। ব্যস! ডিনার ডান।

 

রাত: সময় এসেছে সারাদিন পেটপূঁজা করে বাড়ি ফেরার। কিন্তু সেখানেও পাবেন ডেজার্ট হিসেবে জ্যামে সিদ্ধ হয়ে যাওয়া চিজকেক। সঙ্গে আপনার জীবনের আরাম চিপকে বানানো কলিজা ঠাণ্ডা করা লেবুর শরবত।

 

পরদিনও ঠিক একই আঙ্গিকে, ভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনাকে সার্ভ করা হবে নতুন-পুরানের মিশেলে সুস্বাদু সব খাবার। যা বা চাইলেও সবটা গলাধঃকরণ করে হাসিমুখে তৃপ্তির ঢেকুর তুলতেই হবে আপনার।

৪৪০ পঠিত ... ১৯:১০, অক্টোবর ১৬, ২০২৩

Top