গুলশানের ভাবী হিসেবে আপনার যা যা দায়িত্ব ও কর্তব্য

১২৩৯ পঠিত ... ১৬:১৬, অক্টোবর ১৫, ২০২২

Gulshaner-vabi

আপনার জীবনে যদি কোনো গুলশানের ভাবি থেকে থাকেন তাহলে এই ব্যাপারগুলা আপনার চির-পরিচিত। আসুন দেখি কী কী।

 

১#

প্রথমেই উত্তরার ভাবিদের বয়কট করতে হবে। গুলশানের ভাবিদের প্রধান কম্পিটিটর উত্তরার ভাবিরা। উত্তরার ভাবিদের বয়কটের পাশাপাশি তাদের খুঁতগুলো সবার সামনে তুলে ধরতেই হবে।

 

২#

গুলশানের ভাবী হিসেবে আপনার আভিজাত্য সবার চেয়ে বেশি। আভিজাত্যের জন্য অবশ্যই আপনাকে ঘরভর্তি হলুদ বাতি রাখতে হবে। মনে রাখবেন যত বেশি হলুদ বাতি তত বেশি আভিজাত্য।

 

৩#

আপনার ঘরবাড়ি যদি সাধারণ ভাবিদের মতো হয় তাহলে কী হবে? একদমই না। আপনি লাখ লাখ টাকা খরচ করে ঘরবাড়ি বানান আর না বানান, লাখ টাকার গল্প সবার সামনে করতেই হবে। মনে রাখবেন, ঘরের ভেতর একটা বড় ঝাড়বাতি না রাখলে মান-ইজ্জত শেষ!

 

৪#

ব্র্যান্ড ছাড়া জিনিসপত্র ব্যবহার? ইউ… হাউ লেইম! ব্র্যান্ডলেস জিনিসের প্রশ্নই আসে না, কারণ গুলশানের ভাবী হিসেবে আপনি নিজেই একটা ব্র্যান্ড। 

 

৫#

সেলফি ছাড়া আপনার কাটবে না একটি প্রহরও। মোবাইল বের করে সবসময়ই আপনার টার্গেট থাকবে আশেপাশে সেলিব্রেটি, পাতি সেলিব্রেটি কাকে পাওয়া যায়। পাওয়া মাত্রই ইনস্টায় স্টোরি!

 

৬#

অফকোর্স আপনার আইএলটিএস কমপ্লিট থাকতে হবে। ইফ যদি না থাকে, তাহলে কাউকে বুঝতে দেয়া চলবে না। সাধারণ বাংলা ভাষায় ইংলিশ অ্যাকসেন্ট ইউজ করে কথা বলবেন তাহলেই হবে।

 

৭#

আপনার ছেলে-মেয়েকে বিদেশ পড়তে পাঠাবেন। কথায় কথায় তার নানা আপডেট সবাইকে জানাবেন। যেমন, ‘আজ ঢাকায় কী বিচ্ছিরি রোদ। আমার ছেলে বললো, “অ্যালাবামায় আজ বরফ পড়া শুরু হয়েছে।“

 

৮#

দুইদিন পর পর ডায়মন্ড কিনতে বিদেশে না গেলে কি চলে? যাবার আগে সবাইকে জানিয়ে যাবেন, পাশাপাশি দেশে ফিরে গেট টুগেদার যেটা হবে, সেখানে এই ডায়মন্ডটা দেখাতে নিয়ে যাবেন।

 

৯#

পার্টি ছাড়া আবার পশ ভাবী কী? দুইদিন পরপর পার্টি হবে, দরকার হলে বছরে পাঁচবার জন্মদিনের আয়োজন করতে হবে। নিজের জন্মদিন বেশি বেশি হয়ে গেলে হাজয়ান্ড, সন্তান, বুয়া, ড্রাইভার, কুকুর, বিড়াল সবার জন্মদিন পালন করতে হবে।

 

১০#

গুলশানের বাইরে কোথাও গেলেই ‘ওয়াও, এখানে জীবন কত সহজ-সরল’ টাইপের ক্যাপশন দিয়ে কিছুক্ষণ পরপর ছবি আপ করবেন।  

১২৩৯ পঠিত ... ১৬:১৬, অক্টোবর ১৫, ২০২২

Top