চাঁদে জমি কেনার ক্ষেত্রে যেসব দিকে লক্ষ্য রাখবেন: ১০টি মহাজাগতিক টিপস

১১০৩ পঠিত ... ১৩:৩০, সেপ্টেম্বর ২০, ২০২১

মাত্র ৫৫ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় মাত্র ৫ হাজার টাকায় চাঁদে জমি কিনে রীতিমতো ভাইরাল সাতক্ষীরার দুই যুবক। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই নাকি চাঁদে জমি কেনার ব্যাপারে আগ্রহী হয়েছেন বলে জানা গেছে...

কিন্তু চাঁদে জমি কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন? মহাকাশস্থ কোম্পানি 'সানমুন প্রোপার্টিজ' থেকে তথ্য নিয়ে তা আপনাদেরকে জানাচ্ছে eআরকি।

Chande-jomi-kenabecha

১# জমির উর্বরতা পরীক্ষা করে নিতে হবে। ধান, বাতাবি লেবু, মিষ্টিকুমড়া চাষের উপযোগী কিনা, তা কেনার আগেই বেশ ভালোভাবে খেয়াল করতে হবে। তাই জমি কেনার আগে জমির কিছু স্যাম্পল শাইখ সিরাজকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন।

২# আপনার জমির আশেপাশে রাস্তাঘাট-কল কারখানা কিংবা স্পেস স্টেশন আছে কিনা তা খেয়াল করতে হবে। চাঁদে জমি কিনবেন একটু নিরিবিলি থাকতে, তাও যদি সাউন্ড পলিউশনের ভেতর থাকতে হয় তাইলে কেমনে কী!

৩# চাঁদের মালিকের কাছ থেকে এই জমি নিয়ে অন্য কোন বিরোধ বা বাক-বিতন্ডা আছে কিনা সেটা সঠিকভাবে খতিয়ে নিবেন। বাড়ি করে ফেলার পর মঙ্গল গ্রহ থেকে অন্য কেউ এসে মালিক দাবি করলে যাতে আপনাকে সমস্যায় পড়তে না হয়।

৪# চাঁদের বুড়ির কাছ থেকে নিরাপদ দূরত্বে আছেন কিনা যাচাই করে নেবেন। সুতা কাটার খটখট শব্দে মাঝ রাতে আপনার ঘুম ভেঙে যেতে পারে।

৫# জমি কেনার আগে চাঁদের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে দ্রুতই আপনাকে মই, লম্বা দড়ি কিংবা স্পেসশিপ সংগ্রহ করতে হবে।

৬# জায়গার আশেপাশে নিকটতম কোন তারা আছে কিনা দেখে নিন। এতে করে আপনার বাসা থেকে রাতের বেলা বেশ উপভোগ্য দৃশ্য পেতে পারবেন।

৭# প্রতিবেশীদের জানুন। তাদের সাথে কথা বলে কেমন সম্পর্ক হতে পারে একটা ধারণা তৈরি হতে পারে। বিশেষ করে তারা রাতের বেলা লাউড স্পিকারে গান বাজায় কিনা, ঝগড়াঝাটি বা মারামারি আছে করে কিনা এসব ব্যাপার জেনে নিন।

৮# ওই এলাকায় গ্যাসের লাইন বা ইলেক্ট্রিক লাইন ঠিকমতো এসেছে কিনা, খবর নিন।

৯# পোকামাকড়-সাপখোপ বা এলিয়েনের উপদ্রব কেমন, আগেই জেনে নিবেন।

১০# সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারনেট কানেকশন ঠিকঠাকমতো পাওয়া যায় কিনা জেনে নিবেন। নাহলে চাঁদের বাড়িতে বসে পৃথিবীর সাথে সেলফি তুলে পোস্ট দিবেন কীভাবে? আর নাই যদি দিতে পারেন, চাঁদে জমি কিনেই লাভ কী!

১১০৩ পঠিত ... ১৩:৩০, সেপ্টেম্বর ২০, ২০২১

Top