ভ্যাকসিন ফটোসেশনের জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস ও হ্যাকস

৭৭৯ পঠিত ... ২০:১৫, ফেব্রুয়ারি ০৮, ২০২১

vaccine photosession

১# ছবি তোলার আগে গাঢ় মেকআপ নেবেন। টিকা পুশ করার সময় হালকা ব্যথায় মাঝে মাঝে মুখ কুচকে যায়। গাঢ় মেকআপ নিলে এই কুচকে যাওয়া ভাব ফটোতে আসবে না।

২# ছেলেরা জামার চেয়ে স্যান্ডো গেঞ্জিকেই বেশি গুরুত্ব দিন। ক্যামেরার নজর ওদিকেই বেশি থাকবে। যাবতীয় ফ্যাশন, রুচি, ব্যাক্তিত্ব ওখানেই ফুটান। মেয়েরা অবশ্যই স্লিভলেস পরবেন।

৩# ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিবেন না। এতে মানুষ ভাববে আপনি ভ্যাকসিন নিচ্ছেন না। অন্যদিকে তাকিয়ে ক্যান্ডিড পোজ দিন।

৪# আর্মফিটের কালো দাগ দূর করার জন্য ভ্যাকসিন নেয়ার দুয়েকদিন আগে থেকেই ভালো মানের ক্রিম ব্যবহার করুন। ওসব দেখা যায়।

৫# মুখ ক্যামেরার বেশি কাছাকাছি নিয়ে আসবেন না। এতে আপনাকে গরুর মতো লাগতে পারে। খানিক দূরে রাখবেন।

৬# ভুঁড়ি না দেখাতে চাইলে হাফ ছবি তুলুন, ফুল ছবি না। ফটোগ্রাফাররাও এ বিষয়টি খেয়াল রাখবেন। দরকার হলে পোট্রেট ছবি তুলুন।

৭# ভালোভাবে পরিচ্ছন্ন হয়ে নিন। আগের দিন চুল কাটিয়ে নিতে পারেন। কানটাও একটু পরিষ্কার করলেন। ক্যামেরা কই কই যায় তা তো বলা যাচ্ছে না।

৮# কালারফুল জামা পরার চেষ্টা করুন। ছবি ভালো আসবে। এতে বোঝা যাবে, আপনার মুড ভালো, ভালো মুডেই ভ্যাকসিন নিতে এসেছেন। আপনি সুইসাইডাল না যে মরার জন্য নিতে আসছেন...

৯# মেইক শিওর, পেছনের শতশত ভাই-ব্রাদাররা যেন ছবিতে থাকে। তবে এই কাজটা ফটোশপের মাধ্যমেও করা সম্ভব। সেক্ষেত্রে খুব ভালো হয় গ্রিন স্ক্রিনের সামনে ছবি তুললে, যেন পেছনে শত শত মানুষ বসিয়ে দেয়ার সুযোগ থাকে।

১০# শেষ কথা, ভ্যাকসিন নেয়ার পর ভি-সাইন দেখাতে একদমই ভুলবেন না।

৭৭৯ পঠিত ... ২০:১৫, ফেব্রুয়ারি ০৮, ২০২১

Top